শুক্রবার, ১৩ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

ফোক উৎসবে প্রাণের উচ্ছ্বাস

মোস্তফা মতিহার

ফোক উৎসবে প্রাণের উচ্ছ্বাস

রাজধানীতে গতকাল শুরু হয়েছে ফোক উৎসব - জয়ীতা রায়

রাত্রি দ্বিপ্রহর। ঘড়ির কাঁটায় পরের দিনের তারিখ। মঞ্চ থেকে ভেসে আসছে রব ফকিরের সুরেলা কণ্ঠের ভাবের গান। গানের কথার সঙ্গে সামঞ্জস্য রেখে মঞ্চের পেছনে ভাসছে নানা ধরনের আবহ। সুফি গানের তালে তালে ইহলোকের মায়ার বৈপরীত্য তুলে ধরেছেন সংগীতের এই সাধক। জাগতিক চেতনাকে ভুলে সৃষ্টিকর্তার গভীর প্রেমে ধাবিত হওয়ার জন্য গায়ক গানে গানে দর্শক শ্রোতাদের আহ্বান জানান। ‘তোমার দয়া বিনে গুরু বিনে চলব কেমনে’ গানটির পরিবেশনায় সমগ্র অনুষ্ঠানে সৃষ্টিকর্তার প্রতি প্রেমের অমোঘ বাণী তুলে ধরেন। আধ্যাত্নিক গানের পাশাপাশি তিনি দেহতত্তে¡র বেশ কয়েকটি গানও পরিবেশন করেন। রব ফকির ছাড়াও মঞ্চে আসেন ভারতের শিল্পী অর্ক মুখার্জি কালেক্টিভ। ‘আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই আল্লাহ,’ ‘তুমি জান না রে প্রিয় তুমি মোর জীবনের সাধনা’ ইত্যাদি গানে গানে সমগ্র আর্মি স্টেডিয়ামের প্রায় অর্ধ লক্ষ দর্শক শ্রোতাদের হৃদয়ের মন্দিরে সুরের ধারা প্রবাহিত করেন। রাত্রি দ্বিপ্রহরের এমন সুরের আবেশ ছড়িয়ে পড়েছে অনুষ্ঠান সংলগ্ন আশপাশের এলাকায়ও। মেরিল নিবেদিত, সান ইভেন্টস ও মাছরাঙা টেলিভিশন আয়োজিত তিন রাতের ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট, আন্তর্জাতিক লোকসংগীত উৎসব-২০১৫’ এর প্রথম রাতের মধ্যভাগের চিত্রটা ছিল এমনই। বর্ণাঢ্য এই সুরের আসরের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর