শুক্রবার, ১৩ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা
অষ্টম কলাম

মাতাল হয়ে পুলিশকে ইটপাটকেল, তালে ফিরে ক্ষমা

নিজস্ব প্রতিবেদক, সিলেট

শ্যামাপূজা উপলক্ষে সিলেটের খাদিমনগর ইউনিয়নের কালাগুল চা বাগানে জুয়ার আসর বসিয়েছিল কতিপয় শ্রমিক। জুয়া খেলা নিয়ে দুদল শ্রমিকের মধ্যে মারামারি শুরু হলে পুলিশ গিয়ে আসর ভেঙে দেয়। এতে ক্ষিপ্ত হয়ে মাতাল শ্রমিকরা কালাগুল চা বাগানস্থ পুলিশ ফাঁড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে মাতাল শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। বুধবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।  গতকাল সকালে মাতাল শ্রমিকরা ‘তালে ফিরলে’ দলবদ্ধ হয়ে ছুটে যান পুলিশ ফাঁড়িতে। আগের রাতে মাতাল অবস্থায় ইটপাটকেল নিক্ষেপ নিয়ে ক্ষমা চায় তারা। তাদের বিরুদ্ধে আইনানুগ কোনো ব্যবস্থা না নিতে পুলিশের কাছে কড়জোরে ক্ষমা চান।

এ ব্যাপারে মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ রহমত উল্লাহ জানান- ‘জুয়ার আসর ভেঙে দেওয়ায় জুয়াড়িরা পুলিশ ফাঁড়িতে ইটপাটকেল নিক্ষেপ করেছিল। পরে ফাঁকা গুলি ছুড়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সকালে শ্রমিকরা ফাঁড়িতে এসে ক্ষমা চেয়েছে।’

সর্বশেষ খবর