শুক্রবার, ১৩ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা
প্রকৃতি

পাখির গ্রাম ধনগাঁও

রিয়াজুল ইসলাম, দিনাজপুর

পাখির গ্রাম ধনগাঁও

বীরগঞ্জে ছোট্ট একটি গ্রাম ধনগাঁও। পাখির কিচির-মিচির শব্দে ঘুম ভাঙে মানুষের। বাড়ির পাশের গাছপালা বা ঝোপঝাড়সহ সর্বত্র বিচরণ করে অতিথি পাখির দল। এখানে কেউ পাখি শিকার করে না। কাউকে শিকার করতেও দেওয়া হয় না। এই গ্রামের সবাই পাখি প্রেমিক। গ্রামের মাঝে কদমতলী পাড়া নামে একটি এলাকা, যেখানে হাজার হাজার পাখির অভয়ারণ্য। পাখিরা মনে করে এটাই তাদের নিরাপদ আবাসস্থল। এই গ্রামটি তাই পাখির গ্রাম বলে পরিচিত। বর্ষা মৌসুমে এখানে প্রায় ২৫-৩০ হাজার বর্ষালি পাখির আস্তানা গড়ে ওঠে। বিভিন্ন জাতের পাখির ঝাঁক এসে বাসা বাঁধে বিভিন্ন গাছে। পাখিরা তাদের সংসার জীবন এবং জীবন সংগ্রামের সঙ্গে সঙ্গে ডিম পাড়ে। ডিম থেকে ছানা হয়। ছানা বড় হলে শীতের শুরুতেই এরা পাড়ি জমায় অজানার উদ্দেশে।

সংশ্লিষ্টরা জানান, পরিবেশবান্ধব এসব পাখি রক্ষায় গঠন করা হয়েছে ধনগাঁও সমবায় সমিতি। সমিতির সব সদস্য পাহারা দিয়ে রাখেন পাখি এবং পাখির ছানা।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর