শুক্রবার, ১৩ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

গণমাধ্যমকে তথ্য না দিতে চসিকে অফিস আদেশ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

গণমাধ্যমের কোনো কর্মীকে তথ্য না দিতে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) অফিস আদেশ জারি করেছে। চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ শফিউল আলম গত বুধবার এ আদেশ জারি করেন। চসিকের সব শাখা প্রধানের কাছে ইতিমধ্যে আদেশ পৌঁছে দেওয়া হয়।

এতে বলা হয় ‘ইদানীং লক্ষ্য করা যাচ্ছে যে, অত্র করপোরেশনের কতিপয় কর্মকর্তা ও কর্মচারী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে বিভিন্ন পত্রপত্রিকায় করপোরেশনের বিষয়াদি নিয়ে অভিমত/ মন্তব্য প্রকাশ করে থাকেন, যা বিধিসম্মত নহে। ভবিষ্যতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি গ্রহণ না করে কোনো কর্মকর্তা ও কর্মচারী অত্র করপোরেশনের কার্যক্রম নিয়ে পত্রিকায় অভিমত/মন্তব্য প্রকাশ করা থেকে বিরত থাকার জন্য নির্দেশ দেওয়া গেল। অন্যথায় বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। এতে মাননীয় মেয়র মহোদয়ের সদয় সম্মতি রয়েছে।’ প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ শফিউল আলম বলেন, করপোরেশনের কাজে শৃঙ্খলা আনতে এবং গণমাধ্যমে ভুল তথ্য না আসে এ জন্য আমরা এমন সিদ্ধান্ত নিয়েছি। কারণ আমরাও চাই গণমাধ্যমে চসিকের প্রকৃত তথ্য উঠে আসুক। চসিক সম্পর্কে মানুষ জানুক।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর