শুক্রবার, ১৩ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

খালেদার অনুপস্থিতিতে সাক্ষ্যগ্রহণ

আদালত প্রতিবেদক

জিয়া অরফানেজ ট্রাস্ট ও চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৯ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত। খালেদা জিয়ার অনুপস্থিতিতে গতকাল চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে রাজধানীর বকশীবাজারে কারা অধিদফতরের প্যারেড মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের অস্থায়ী আদালত পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন। উচ্চ আদালতে লিভ টু আপিল বিচারাধীন থাকায় আসামি পক্ষের আবেদনে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার জেরা ও সাক্ষ্যগ্রহণ মুলতবি রাখা হয়েছে। সকালে আদালতের কার্যক্রম শুরু হলে চিকিৎসার জন্য লন্ডনে থাকায় আদালতে অনুপস্থিতির জন্য দুই মামলায়ই খালেদা জিয়ার পক্ষে আবেদন জানান আইনজীবী সানাউল্লাহ মিয়া।  ২০১০ সালের ৮ আগস্ট রাজধানীর তেজগাঁও থানায় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা দায়ের করা হয়। জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা  লেনদেনের অভিযোগ এনে এ মামলা দায়ের করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর