বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

নিরাপত্তা বলয়ে দেশ

৬৮ কারাগারে সতর্কতা বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিবেদক

নিরাপত্তা বলয়ে দেশ

মানবতাবিরোধী অপরাধে সাকা মুজাহিদের ফাঁসির রায় বহাল থাকার আদেশের পর রাজধানীতে বিজিবির টহল। নিরাপত্তা জোরদার করা হয় ঢাকা কেন্দ্রীয় কারাগারেও - বাংলাদেশ প্রতিদিন

মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী (সাকা চৌধুরী) এবং জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির রায় পুনর্বিবেচনার আবেদন আপিল বিভাগ খারিজ করে দেওয়ার পর থেকেই রাজধানীসহ সারা দেশে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে সরকার। গতকাল বিকাল থেকেই অতিরিক্ত সতর্কতার  অংশ হিসেবে রাজধানীসহ সারা দেশে টহলে নেমেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ঢাকা কেন্দ্রীয় কারাগারসহ দেশের ৬৮টি কারাগারে নেওয়া হয়েছে কঠোর সতর্কতামূলক ব্যবস্থা। ঢাকা কেন্দ্রীয় কারাগারের আশপাশে বাড়ানো হয়েছে নিরাপত্তা। মোতায়েন করা হয়েছে বিপুলসংখ্যক পুলিশ ও র‌্যাব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পোশাকে এবং সাদা পোশাকে সেখানে দায়িত্ব পালন করছেন। মোট কথা গোটা দেশ রয়েছে নিরাপত্তা বলয়ে। জানা গেছে, উদ্ভূত যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আগাম প্রস্তুতি হিসেবে পিরোজপুর, নেত্রকোনা ও নওগাঁয় বিএনপি-জামায়াতের ৪৭ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসান বলেন, যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় র‌্যাব সদস্যরা প্রস্তুত। সার্বক্ষণিকভাবে প্রস্তুত রাখা হয়েছে ডগ স্কোয়াড, বোম ডিসপোজাল ইউনিট। ইতিমধ্যেই প্রতিটি ব্যাটালিয়নে বিশেষ নির্দেশনাও পাঠানো হয়েছে। জানা গেছে, নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে হাইকোর্ট এলাকা, বঙ্গবন্ধু স্টেডিয়াম, হোটেল সোনারগাঁও, হযরত শাহজালাল (রহ.) বিমানবন্দর, ক‚টনৈতিক এলাকাসহ রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনা। বিজিবি, র‌্যাব, এপিবিএন, পুলিশ, গোয়েন্দা সংস্থাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ২০ হাজার সদস্যকে রাখা হয়েছে সতর্ক অবস্থায়। এ ছাড়াও আপৎকালীন মুহূর্ত মোকাবিলায় ঢাকা মহানগর পুলিশ ছাড়াও একাধিক সিভিল টিম থাকছে। মহিলা পুলিশের অন্তত একাধিক টিম প্রস্তুত রাখা হয়েছে। রাজধানীর বিভিন্ন স্পর্শকাতর পয়েন্টে বসানো হয়েছে নতুন সিসিটিভি ও গোপন মুভি ক্যামেরা। বেশ কিছু পয়েন্টে নতুন করে বসানো হয়েছে আর্চওয়ে এবং তল্লাশি করা হচ্ছে মেটাল ডিটেক্টর দিয়ে। কারাগারের নিরাপত্তার বিষয়ে কারা উপ-মহাপরিদর্শক (ঢাকা) গোলাম হায়দার বলেন, ফাঁসির রায়কে ঘিরে আরও আগে থেকেই সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আর্চওয়ে এবং মেটাল ডিটেক্টর দিয়ে বন্দীদের ভিতরে প্রবেশ করানো হচ্ছে। সব ধরনের আশঙ্কা মাথায় রেখেই সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মুনতাসিরুল ইসলাম বলেন, যে কোনো ধরনের নাশকতা মোকাবিলায় ১০ হাজার পুলিশ সদস্য প্রস্তুত রাখা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, সাকা চৌধুরী ও মুজাহিদের ফাঁসির রায় বহাল থাকলে দেশের বিভিন্ন এলাকায় নাশকতার ঘটনা ঘটতে পারেÑ কয়েকটি গোয়েন্দা সংস্থার দেওয়া আগাম প্রতিবেদন অনুসারে বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, দুই বিদেশি হত্যাকাণ্ড এবং গতকাল দিনাজপুরে পুনরায় ইতালির নাগরিকের ওপর হামলা, হোসনি দালানের তাজিয়া মিছিলের প্রস্তুতিতে গ্রেনেড হামলা, দুই পুলিশ হত্যা, এক প্রকাশক হত্যা, লেখক ও ব্লগারদের ওপর হামলা করে ছুরিকাঘাত করার ঘটনায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও বিদেশি দেশগুলোর প্রতিক্রিয়ার পর দেশের ভিতরে একই সঙ্গে পাঁচটি গুরুত্বপূর্ণ ঘটনা সংঘটিত হয়েছে। একই সময় এসব ঘটনার নিরাপত্তা বিধান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য যেমন চ্যালেঞ্জিং, অন্যদিকে বিদেশি রাষ্ট্রগুলোর কাছে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার একটা সুবর্ণ সুযোগও বটে।

দেশের বিভিন্ন স্থান থেকে নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর

চট্টগ্রাম : চট্টগ্রাম কারাগার, তেল স্থাপনা, বন্দর এলাকায় টহল জোরদারের পাশাপাশি সংশ্লিষ্ট থানাকে সার্বক্ষণিক নজরে রাখার নির্দেশ দিয়েছে সিএমপি। দিনাজপুরে গুলি করে ইতালির নাগরিককে হত্যাচেষ্টার খবর পাওয়ার পর নগরীতে সব গির্জার নিরাপত্তা জোরদার করা হয়েছে। সিএমপি সূত্রে জানা গেছে, বুধবার ভোর ৬টা থেকে নগরীর অর্ধশতাধিক ?গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রতি থানায় এক প্লাটুন করে অতিরিক্ত ফোর্স দেওয়া হয়েছে। প্রায় দুই হাজার অতিরিক্ত পুলিশ সদস্য নগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা দিচ্ছেন। নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য বলেন, থানার নিয়মিত টহল টিমের বাইরে আলাদা টহল টিম গঠন করে নগরীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ সব স্থাপনা আমাদের নজরদারিতে। জেলার ১৬ থানায়ও নিরাপত্তা জোরদারের জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। খুলনা : খুলনা মহানগরীর প্রবেশদ্বার ও গুরুত্বপূর্ণ পয়েন্টে বাড়তি নজরদারির ব্যবস্থা করা হয়েছে। গতকাল দুপুরে কেএমপির মুখপাত্র এডিসি শেখ মনিরুজ্জামান মিঠু জানান, স্পর্শকাতর স্থানগুলোতে বিশেষ নজরদারি ও মহানগরীতে টহল জোরদারের নির্দেশনা দেওয়া হয়েছে। আদালত চত্বর, গুরুত্বপূর্ণ সরকারি দফতর ও স্থাপনায় সাদা পোশাকধারী গোয়েন্দা সংস্থাগুলোও তৎপর রয়েছে। রাজশাহী : সকাল থেকে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়। প্রধান সড়কগুলোয় টহল দিচ্ছে পুলিশ ও র‌্যাব। নগরীর প্রবেশপথগুলোয় চেকপোস্ট বসানো হয়েছে। কাউকে সন্দেহ হলেই তল্লাশি করা হচ্ছে। মোটরসাইকেলসহ বিভিন্ন যানবহনের ওপরও বাড়ানো হয়েছে নজরদারি। নগর পুলিশের অতিরিক্ত কমিশনার সরদার তমিজ উদ্দিন আহমেদ জানান, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। নিরাপত্তা বাড়ানো হয়েছে সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোয়। রংপুর : মঙ্গলবার গভীর রাতে রংপুর সিটি করপোরেশনের ২৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ কার‌্যালয়ে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। পাশের হোটেল কর্মচারী ও নৈশপ্রহরীরা টের পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন বলে পুলিশ নিশ্চিত করেছে। নাশকতা ঠেকাতে রংপুর বিভাগের আট জেলার জামায়াত অধ্যুষিত ১৪টি ঝুঁকিপূর্ণ এলাকায় (ডেঞ্জার জোন) পুলিশ ও র‌্যাবের টহল ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। বিশেষ করে রংপুরের মিঠাপুকুর ও গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় দুপুর থেকে বিজিবি মোতায়েন করা হয়েছে। এ ব্যাপারে পুলিশের রংপুর রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) হুমায়ুন কবীর বলেন, সকাল থেকে রংপুর বিভাগের আট জেলায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশেষ করে জামায়াত-শিবির অধ্যুষিত ১৪টি ঝুঁকিপূর্ণ এলাকা কড়া নজরদারিতে রাখা হয়েছে। এ ছাড়া পুলিশের বিশেষ অভিযানও শুরু হয়েছে। বগুড়া : মঙ্গলবার সকাল থেকেই বগুড়া শহরে নিরাপত্তা জোরদার করা হয়। রায়ের প্রতিক্রিয়ায় জামায়াত-শিবির যাতে কোনো ধরনের বিক্ষোভ প্রদর্শন করতে না পারে সে জন্য শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি মোড়ে মোড়ে তল্লাশি চালানো হয়। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় শহরের জিরো পয়েন্ট সাতমাথায় রায়টকার ও জলকামান প্রস্তুত রাখা হয়েছে। নওগাঁ : নওগাঁয় নাশকতার অভিযোগে পুলিশ অভিযান চালিয়ে পৃথক স্থান থেকে বেলাল হোসেন (৬৫) ও সিদ্দিকুর রহমান (৫০) নামে দুই জামায়াত নেতাকে আটক করেছে।

 

নেত্রকোনা : নেত্রকোনার বিভিন্ন উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে মদন উপজেলা জামায়াতের সাবেক আমির ও বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান রুহুল আমীনসহ বিএনপি-জামায়াতের ১২ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।

পিরোজপুর : পিরোজপুরে র‌্যাব, পুলিশ ও বিজিবির সমন্বয়ে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে ৩৩ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে পিরোজপুর সদর উপজেলায় ৬, কাউখালীতে ৩, স্বরূপকাঠিতে ৬, নাজিরপুরে ২, জিয়ানগরে ৪, ভাণ্ডারিয়ায় ৪ ও মঠবাড়িয়া উপজেলায় ৮ জন রয়েছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর