বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

শীত আগমনী বার্তা

নিজস্ব প্রতিবেদক

শীত আগমনী বার্তা

শীত আগমনের বার্তা নিয়ে অগ্রহায়ণের শুরুতেই ঢাকাসহ সারা দেশে বাড়ছে কুয়াশা। বিশেষ করে দেশের উত্তরাঞ্চলে এরই মধ্যে ঘন কুয়াশা পড়তে শুরু করেছে। গভীর রাত থেকে শুরু হওয়া কুয়াশার প্রভাব সকাল পর্যন্ত অব্যাহত থাকে। এ অবস্থায় প্রায় দুপুর পর্যন্ত সূর্যের দেখা মিলছে না কোথাও কোথাও। দুই দিন যাবৎ রাজধানীতেও কুয়াশার প্রভাব ছিল তীব্র। দিনভর কমবেশি কুয়াশার চাদরে ঢাকা ছিল রাজধানী। এতে সকাল বেলায় হেডলাইট জ্বালিয়ে রাজধানীতে গাড়ি চলাচল করতে দেখা গেছে। এদিকে ঘন কুয়াশার কারণে গতকাল বিমানের সিডিউল বিপর্যয় ঘটেছে। নৌপথে লঞ্চ চলাচলেও বিঘ্ন ঘটেছে। আবহাওয়া অফিস জানায়, আজ মধ্য রাত থেকে দেশের নদী অববাহিকাসহ রংপুর, রাজশাহী, দিনাজপুর, ব্রাহ্মণবাড়িয়ার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে গতকাল ভোর ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ ছিল। কুয়াশা কমে যাওয়ায় সকাল ৯টার পর ফেরি চলাচল শুরু হয়। কুয়াশার কারণে যাত্রীসহ যানবাহন বোঝাই সাতটি ফেরি মাঝ নদীতে নোঙর করে থাকে। এ সময় ফেরি পারাপারের অপেক্ষায় দুই পাড়ের ঘাটে তিন শতাধিক বাস-ট্রাকসহ বিভিন্ন যানবাহন আটকা পড়ে। এর মধ্যে পাটুরিয়া ঘাটেই ১০০ ট্রাকসহ দেড় শতাধিক যানবাহন আটকে ছিল। তবে সকাল ৯টার পর ফেরি চলাচল শুরু হওয়ায় ধীরে ধীরে দুই পাড়ের যানজট কমতে থাকে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার‌্যালয়ের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহীউদ্দিন রাসেল জানান, মঙ্গলবার মধ্য রাতে পদ্মা অববাহিকায় কুয়াশা পড়তে থাকে। ভোর ৫টার দিকে এ নৌরুট কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়ে। এতে পারাপার করতে গিয়ে যাত্রী ও যানবাহন বোঝাই সাতটি ফেরি কুয়াশায় দিক হারিয়ে মাঝ নদীতে নোঙর করে। এ কারণে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। বিআইডব্লিউটিসির এ কর্মকর্তা জানান, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে যাওয়ায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর