বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা
অষ্টম কলাম

নারী পুলিশের শটগানে এএসআই গুলিবিদ্ধ

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীতে এক নারী পুলিশ কনস্টেবলের শটগানের গুলিতে গুরুতর আহত হয়েছেন জেলা পুলিশের সহকারী উপ-পরিদর্শক আমিনুর রহমান।

গতকাল সকাল ১০টায় নীলফামারী সদর আধুনিক হাসপাতালের জরুরি বিভাগে তার ডান পায়ের হাঁটু থেকে ৬টি ছড়রা বের করা হলেও এখনো ৬টি ছড়রা আটকে রয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল সকাল সাড়ে ৮টার দিকে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণের গার্ডরুমে কনস্টেবল তানজিনা বেগম শটগান নিয়ে দায়িত্ব পালন করছিলেন। এ সময় শটগান পরীক্ষা করতে গিয়ে আকস্মিকভাবে গুলি বেরিয়ে এএসআই আমিনুর রহমানের ডান পায়ের হাঁটুতে বিদ্ধ হয়। নীলফামারী আধুনিক সদর হাসপাতালের মেডিকেল কর্মকর্র্তা ডা. মো. আবদুল আউয়াল বলেন, এএসআই আমিনুর রহমানের ডান পায়ের হাঁটুর নিচ থেকে গুলির ৬টি ছড়রা বের করা হয়েছে। কিন্তু আরও ৬টি ছড়রা রয়েছে। তার পায়ে অস্ত্রোপচারের প্রয়োজন হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। নীলফামারী সহকারী পুলিশ সুপার (হেডকোয়ার্টারস) জাকারিয়া রহমান জানান, মিস ফায়ারিংয়ের কারণে এ ঘটনা ঘটেছে। তবে আহত এএসআই সুস্থ রয়েছেন।

সর্বশেষ খবর