শুক্রবার, ২০ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

‘ঢাকা লিট ফেস্ট ২০১৫’ শুরু

সাংস্কৃতিক প্রতিবেদক

‘ঢাকা লিট ফেস্ট ২০১৫’ শুরু

বাংলা একাডেমি প্রাঙ্গণে গতকাল তিন দিনব্যাপী ‘ঢাকা লিট ফেস্ট ২০১৫’ শুরু হয় - বাংলাদেশ প্রতিদিন

বাংলাদেশকে বিশ্ব সাহিত্যাঙ্গনে সুপ্রতিষ্ঠিত করার লক্ষ্য নিয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘ঢাকা লিট ফেস্ট ২০১৫’। গতকাল বাংলা একাডেমি প্রাঙ্গণে এ উৎসবের উদ্বোধন হয়। উৎসবে যোগ দিতে ঢাকায় এসেছেন চিকিৎসাবিজ্ঞানে নোবেল বিজয়ী হ্যারল্ড ভারমাস। আগামীকাল শেষ হবে এ উৎসব। এবারের উৎসবের প্রতিপাদ্য ‘সারা বিশ্ব বাংলাদেশকে সাহিত্যসমৃদ্ধ জাতি হিসেবে চিনুক’। উদ্বোধনের আগে ঘাসফড়িং কয়্যারের শিল্পীরা তাদের অনবদ্য পরিবেশনায় অনুষ্ঠানস্থলকে রাঙিয়ে তোলেন শৈল্পিকতায়। একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে শুরু হয় মূল উদ্বোধনী পর্ব। প্রধান অতিথি থেকে উৎসবের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এতে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভারতের প্রখ্যাত কথাসাহিত্যিক নয়নতারা সেহগাল। অতিথি হিসেবে বক্তব্য দেন অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম ও কবি কায়সার হক। স্বাগত বক্তৃতা করেন উৎসবের তিন পরিচালক সাদাব সায সিদ্দিকী, কাজি আনিস আহমেদ ও আহসান আকবর। সাহিত্যের এ বিশাল আয়োজনে আমন্ত্রিত অতিথিদের মধ্যে থাকছেন ভারতের কথাসাহিত্যিক নয়নতারা শেহগাল, নারীবাদী লেখক শোভা দে, ব্রিটিশ সাংবাদিক এবং টেলিভিশন উপস্থাপক জন স্নো, কিউবান শীর্ষ বৈজ্ঞানিক কল্পকাহিনী লেখক হোসে ফার্নান্দেজ ইয়োস, কেনিয়ার শিশুসাহিত্যিক ও বক্তা মুথোনি গারল্যান্ড, পাকিস্তানের মানবাধিকারকর্মী আসমা জাহাঙ্গীর, ফিলিস্তিনের কবি ঘাসান জাকতান, ঔপন্যাসিক অমিত চৌধুরী, কবি অরবিন্দ কৃষ্ণ মেহরোত্রাসহ ১৪টি দেশের ২৫০ জন সাহিত্যিক, লেখক, কবি, সমালোচক।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর