শুক্রবার, ২০ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা
বাতিল মাল্টা ও ফ্রান্স সফর

প্রধানমন্ত্রী আপাতত বিদেশ যাচ্ছেন না

কুটনৈতিক প্রতিবেদক

কমনওয়েলথ শীর্ষ সম্মেলন ও জলবায়ু সম্মেলন উপলক্ষে আগামী সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাল্টা ও ফ্রান্স সফরের প্রাথমিক সূচি থাকলেও তা বাতিল করা হয়েছে। প্রস্তুতি থাকা সত্তে¡ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনায় দুই সফরই বাতিল করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রগুলো জানিয়েছে, দেশীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রের সার্বিক পরিস্থিতির বিবেচনায় প্রধানমন্ত্রী আপাতত বিদেশ সফরে যেতে ইচ্ছুক নন বলেই এ সিদ্ধান্ত। প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এবং জলবায়ু সম্মেলনে পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু যোগ দেবেন। এর আগে ফ্রান্সে সন্ত্রাসী হামলার পরে উদ্ভ‚ত পরিস্থিতিতে গত সপ্তাহে প্রধানমন্ত্রীর নির্ধারিত প্যারিস সফর বাতিল করা হয়। সেখানে ইউনেস্কোর সম্মেলনে প্রতিনিধিত্ব করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। জানা যায়, আগামী ২৮ ও ২৯ নভেম্বর কমনওয়েলথ শীর্ষ সম্মেলন উপলক্ষে ইউরোপের দেশ মাল্টা সফর করার কথা ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার। পরে ৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠেয় জলবায়ু সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল তার। তাই প্রাথমিক সিদ্ধান্ত ছিল মাল্টা থেকেই সরাসরি ফ্রান্সে যাবেন প্রধানমন্ত্রী। এ বিষয়ে প্রস্তুতিও ছিল চ‚ড়ান্ত পর্যায়ে। কিন্তু বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রটোকল বিভাগ থেকে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থাকে চিঠি দিয়ে প্রধানমন্ত্রীর মাল্টা সফর বাতিলের কথা জানিয়ে দেওয়া হয়। এ ছাড়া বাতিল করা হয় কমনওয়েলথ শীর্ষ সম্মেলন উপলক্ষে পররাষ্ট্রমন্ত্রীর সংবাদ সম্মেলনও। গতকাল দুপুরে এ সংবাদ সম্মেলন করার কথা ছিল। কিন্তু সকালেই ‘অনিবার্য কারণে’র কথা উল্লেখ করে সংবাদ সম্মেলন বাতিলের কথা জানায় মন্ত্রীর জনসংযোগ দফতর। সূত্র মতে, দুই শীর্ষ যুদ্ধাপরাধীর ফাঁসির চ‚ড়ান্ত রায় ঘোষণার পরপরই প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়কে সফর বাতিল করার কথা জানানো হয়। কর্মকর্তারা মনে করছেন, সফর বাতিলের ক্ষেত্রে দেশীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপট দুটোই বিবেচনা করা হতে পারে। রায় কার্যকরের আগের সময়টিতে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপপ্রয়াস বিভিন্ন সময়ে দেখা গেছে। তাই রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর দেশে থাকা গুরুত্বপূর্ণ। অন্যদিকে, সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে পুরো ইউরোপেই এক ধরনের অস্থিরতা বিরাজ করছে। ইউরোপের দেশ মাল্টাও এর বাইরে নয়। আবার ফ্রান্সে প্রধানমন্ত্রীর সফরে সে দেশের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকেরও পরিকল্পনা আছে। বর্তমান পরিস্থিতি এ দ্বিপক্ষীয় আলোচনার জন্য সঠিক সময় নয় বলে মনে করা হচ্ছে।

সর্বশেষ খবর