শুক্রবার, ২০ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

কাল দেশে ফিরছেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক

আগামীকাল শনিবার দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বিকাল ৪টা ৫৫ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি দেশে ফিরবেন। দুই মাসেরও বেশি সময় বড় ছেলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে লন্ডনে অবস্থান করছেন সাবেক এই প্রধানমন্ত্রী। আজ লন্ডনে ঘরোয়াভাবে তারেক রহমানের ৫১তম জন্মদিন পালন করে ঢাকার উদ্দেশে রওনা দেবেন তিনি। সফরসঙ্গী হিসেবে তার সঙ্গে রয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী।

বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন গতকাল বিকালে গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘দেশের ক্রান্তিকাল ও রাজনৈতিক সংকট বিবেচনা করেই চিকিৎসা অসমাপ্ত রেখে শনিবার ঢাকায় ফিরছেন চেয়ারপারসন।’ এর আগে খালেদা জিয়ার আইনজীবী বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন গণমাধ্যমকে জানান, লন্ডন থেকে ২০ নভেম্বর ?রওনা দিয়ে পরদিন শনিবার বিএনপি চেয়ারপারসনের দেশে ফেরার কথা রয়েছে। দেশে ফিরে তিনি নাইকোসহ দুর্নীতির দুই মামলায় আদালতে হাজিরা দেবেন। চিকিৎসার জন্য গত ১৬ সেপ্টেম্বর লন্ডনে যান খালেদা জিয়া। লন্ডনের কিংসটনে ছেলে তারেক রহমানের বাসায় রয়েছেন তিনি। এরই মধ্যে বেগম জিয়ার একটি চোখে অস্ত্রোপচার করা হয়েছে। অন্যটিতে করার কথা থাকলেও শেষ পর্যন্ত হয়নি। তা ছাড়া তার হাঁটুর চিকিৎসাও হয়েছে। কোরবানির ঈদে শুভেচ্ছা বিনিময় ছাড়াও তিনি লন্ডন বিএনপি আয়োজিত এক নাগরিক সংবর্ধনায় অংশ নেন। লন্ডনে তারেক রহমান ও ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটে বেগম জিয়ার। সূত্র জানায়, আগামী ডিসেম্বর নাগাদ বিএনপির কেন্দ্রীয় কাউন্সিল করার চিন্তাভাবনা রয়েছে। তাতে সাংগঠনিকক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন আসতে পারে। দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতেও গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দলের পূর্ণাঙ্গ মহাসচিবও করা হতে পারে। ঢাকা মহানগর বিএনপি, অঙ্গসংগঠন ছাত্রদলের বিভিন্ন শাখার কমিটি, যুবদল, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটি গঠনও আটকে আছে। খালেদা জিয়া দেশে ফিরলে এই কমিটিগুলো করা হবে। সাংগঠনিক এসব বিষয় ছাড়াও দলের ভবিষ্যৎ কর্মপন্থা নিয়েও ছেলে তারেক রহমানের সঙ্গে আলোচনা করেন বেগম জিয়া। দল পুনর্গঠনের পাশাপাশি খালেদা জিয়া দেশে ফেরার পর রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি বৃহত্তর ঐক্য গড়ার ওপরও জোর দেওয়া হতে পারে। জোট না করে সরকারের বাইরে থাকা দলগুলোকে ঐক্যবদ্ধ করার পরিকল্পনাও রয়েছে বেগম জিয়ার। দেশে ফিরে এসব বিষয়েও নিজের অবস্থান তুলে ধরবেন বিএনপি প্রধান।

সর্বশেষ খবর