শুক্রবার, ২০ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা
ডিসেম্বরে উদ্বোধন

শেষ হলো রেলের টঙ্গী-ভৈরব ডাবল লাইন নির্মাণ

শেখ সফিউদ্দিন জিন্নাহ্

গাজীপুরের টঙ্গী থেকে ভৈরব বাজার পর্যন্ত ৬৪ কিলোমিটার রেলপথের ডাবল লাইনের নির্মাণকাজ এখন শেষ পর্যায়ে। এখন শুধু অপেক্ষা উদ্বোধনের। আগামী ডিসেম্বরেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২ হাজার ২১৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত ডাবল লাইনটি উদ্বোধন করবেন বলে জানা গেছে। এর ফলে পূর্বাঞ্চলের ট্রেন চলাচলের গতি বাড়বে। বিশেষ করে ডাবল লাইনে উন্নীত করার মাধ্যমে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট এবং ঢাকা-ভৈরব-ময়মনসিংহঃ এ তিনটি করিডরের লাইন ক্যাপাসিটি বাড়বে।

বর্তমানে এ সেকশনে লাইন ক্যাপাসিটিতে ২২টি আন্তনগর, ১৮টি মেইল এক্সপ্রেস ও ৬টি কনটেইনারঃ এ ৪৬টি ট্রেন চলাচল করছে। ডাবল লাইনটি চালু হলে লাইন ক্যাপাসিটি প্রায় দ্বিগুণ হবে। ফলে অধিকসংখ্যক ট্রেন চালু করা সম্ভব হবে বলে রেল কর্তৃপক্ষ আশা করছে। এ তিনটি করিডরের পাশাপাশি লাকসাম-চিনকি আস্তানা এবং ভৈরব ও দ্বিতীয় তিতাস সেতু নির্মাণকাজও শেষ। এর ফলে ঢাকা-চট্টগ্রাম রেলপথে আরও বেশিসংখ্যক কনটেইনার ট্রেন পরিবহন করা যাবে। এতে ঢাকা-চট্টগ্রাম রেলপথে যাত্রী ও মালামাল পরিবহন বাড়বে। জানা গেছে, নতুন এ ডাবল লাইনটি আগামী ডিসেম্বরে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ব্যাপারে প্রধানমন্ত্রীর কাছে রেলপথ মন্ত্রণালয় থেকে উদ্বোধনের তারিখ ও সময় চেয়ে ও প্রকল্প সম্পর্কে একটি সামারিও পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী সময় দিলেই উদ্বোধনের দিনক্ষণ ঠিক করা হবে। এটি ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে উদ্বোধন হতে পারে বলে রেল কর্তৃপক্ষ ধারণা করছে। ঢাকা-চট্টগ্রাম ডাবল লাইনের অংশ হিসেবে টঙ্গী থেকে ভৈরব বাজার পর্যন্ত প্রকল্পটির ৬৪ কিলোমিটার রেললাইনের (লুপ লাইনসহ ৮৪ কিলোমিটার) কাজ শুরু হয় ২০১১ সালে। প্রকল্পের কাজ ২০১৪ সালের ৩১ ডিসেম্বরে শেষ হওয়ার কথা ছিল। উদ্বোধনের দিন থেকেই যাত্রীরা কম সময়ে স্বল্প খরচে টঙ্গী-ভৈরব রুটে ট্রেনে চলাচল করতে পারবেন বলে রেল কর্তৃপক্ষ জানায়।

সর্বশেষ খবর