শুক্রবার, ২০ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা
রাজন-রাকিব হত্যা মামলা

দ্রুত শুনানির নির্দেশ প্রধান বিচারপতির

নিজস্ব প্রতিবেদক

সিলেটের শিশু সামিউল আলম রাজন ও খুলনার শিশু রাকিব হাওলাদার হত্যা মামলার পেপারবুক (ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল) অগ্রাধিকার ভিত্তিতে প্রস্তুত করতে সংশ্লিষ্ট শাখাকে নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহা। এ মামলা দুটি দ্রুত শুনানির জন্য প্রধান বিচারপতি গতকাল এ নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে।

হাইকোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার (বিচার ও প্রশাসন) সাব্বির ফয়েজ সাংবাদিকদের বলেন, প্রধান বিচারপতির আদেশের পরিপ্রেক্ষিতে ডেথ রেফারেন্স শাখা ওই দুটি মামলা শুনানির জন্য প্রয়োজনীয় পেপারবুক প্রস্তুত করবে। এরপর দ্রুত শুনানির জন্য হাইকোর্টের কার্যতালিকায় আসবে। সিলেট ও খুলনার সংশ্লিষ্ট আদালত থেকে গত ১০ নভেম্বর   ওই দুটি ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয়। এ ছাড়া ওই দুটি মামলায় কারাবন্দী আসামিরা ইতিমধ্যেই হাইকোর্টে আপিল করেছেন বলে জানা গেছে।

সর্বশেষ খবর