শিরোনাম
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

মুক্তিপণ না পেয়ে শিশু হত্যা, লাশ শীতলক্ষ্যায়

নারায়ণগঞ্জ প্রতিনিধি

মুক্তিপণ না পেয়ে শিশু হত্যা, লাশ শীতলক্ষ্যায়

নারায়ণগঞ্জ বন্দরে মুক্তিপণ না পেয়ে আকিব নামে পাঁচ বছরের এক শিশুকে হত্যার পর লাশ শীতলক্ষ্যা নদীতে ফেলে দিয়েছে ঘাতকরা। এ ঘটনায় মঙ্গলবার রাতে শহরের জামতলা এলাকা থেকে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে রতন ও জাহাঙ্গীর হোসেন নামে দুই ঘাতক গতকাল বিকালে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চাঁদনী রূপমের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। ঘাতকদের আশ্রয়দাতা লাল মিয়া নামে অপর এক সন্দেহভাজন আসামিকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। গতকাল সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ নিহত শিশুর লাশ উদ্ধার করতে পারেনি। বন্দর থানার ওসি নজরুল ইসলাম বলেন, সোমবার সকালে বন্দরের একরামপুর ইস্পাহানি এলাকার ট্রলার চালক জামাল মিয়ার ছেলে আকিবকে কৌশলে অপহরণ করে নিয়ে যায় প্রতিবেশী জয় মিয়ার ছেলে রতন। অপহরণের পর শিশু আকিবকে শহরের জামতলা এলাকার গনি হাওলাদারের ছেলে জাহাঙ্গীর হোসেনের বাড়িতে নিয়ে রাখে। সেখান থেকে জাহাঙ্গীরের মোবাইল ফোন থেকে আকিবের বাবা জামালের কাছে ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে রাতের মধ্যে বিকাশের মাধ্যমে পাঠাতে বলে। জামাল এ ঘটনায় বন্দর থানায় একটি অপহরণ মামলা করেন। এদিকে আদালত সূত্রে জানা গেছে, স্বীকারোক্তিতে ঘাতক রতন জানিয়েছে, সোমবার রাতে টাকা না পেয়ে তারা শিশু আকিবকে নিয়ে শহরের ৫ নম্বর ঘাট দিয়ে নৌকায় বন্দরের ইস্পাহানি ঘাটে যায়। সেখানে শিশু আকিবকে শ্বাসরোধে হত্যার পর লাশ নদীতে ফেলে দেয়।

ওসি আরও জানান, মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে ঘাতক রতন ও জাহাঙ্গীর হোসেন এবং তাদের আশ্রয়দাতা লাল মিয়া নামে এক ব্যক্তিকে শহরের জামতলা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। রতন ও জাহাঙ্গীর হোসেন আদালতে দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। আটক লাল মিয়াকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সর্বশেষ খবর