শিরোনাম
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

সাবেক এমপি শহীদুলের সম্পদের হিসাব চায় দুদক

নিজস্ব প্রতিবেদক

জ্ঞাত আয়বহিভর্‚ত সম্পদ অর্জনের অভিযোগ যাচাইয়ে ঝিনাইদহ-৩ আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য শহীদুল ইসলাম ও তার স্ত্রীর সম্পদের হিসাব চেয়ে নোটিস পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রাথমিক অনুসন্ধানে শহীদুলের  নামে-বেনামে বিপুল অবৈধ সম্পদের খোঁজ পাওয়ায় কয়েক দিন আগে দুদক থেকে ওই সম্পদ বিবরণী জমার নোটিস পাঠানো হয়েছে। নোটিসে মো. শহীদুল ইসলাম, তার স্ত্রী ও নির্ভরশীল ব্যক্তিবর্গের অর্জিত যাবতীয় স্থাবর ও অস্থাবর সম্পদ, দায়-দেনা এবং আয়ের উৎস ইত্যাদির বিস্তারিত বিবরণী আদেশ পাওয়ার সাত কর্মদিবসের মধ্যে কমিশনের নির্ধারিত ছকে সচিব বরাবর দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে ১৮ নভেম্বর রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) কাছে মিথ্যা হলফনামা দিয়ে বনানীতে (রোড ২/২, প্লট-৮) প্লট নেওয়ার অভিযোগে ঝিনাইদহের সাবেক এ সংসদ সদস্যের বিরুদ্ধে মামলার অনুমোদন দেয় দুদক। সোমবার দুদকের উপপরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। ২০০৫ সালে রাজউকে মিথ্যা হলফনামা দিয়ে বনানীতে ৫ কাঠার প্লট গ্রহণ করেন শহীদুল ইসলাম। সেখানে তিনি আট তলা ভবন নির্মাণ করেন। অথচ রাজউক থেকে প্লট নেওয়ার আগে রাজধানীর মধ্য পাইকপাড়ায় তার মালিকানাধীন নয় তলা ভবনের (নাজনিন গার্ডেন) কথা রাজউকে দেওয়া হলফনামায় গোপন করেন। দুদকের অনুসন্ধানে এ অভিযোগের সত্যতা পাওয়া গেলে মামলার অনুমোদন দেয় কমিশন। রাজউক আইন অনুসারে কোনো সংসদ সদস্যের যদি নিজস্ব প্লট থাকে তাহলে তিনি রাজউক থেকে প্লট নিতে পারেন না।

সর্বশেষ খবর