শুক্রবার, ২৭ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

লালসা থেকে ছাত্র রাজনীতিকে দূরে রাখুন : রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক, যশোর

সব ধরনের লোভ-লালসা বা হীন চরিতার্থের মনোবৃত্তি থেকে ছাত্র রাজনীতিকে দূরে রাখার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। গতকাল বিকালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) দ্বিতীয় সমাবর্তনে সভাপতির বক্তব্যে রাষ্ট্রপতি এ আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশের ছাত্রসমাজের রয়েছে গৌরবোজ্জ্বল ইতিহাস। সেই গৌরবময় ঐতিহ্যকে ধারণ করে বর্তমান  শিক্ষার্থীরা জাতি গঠনে অবদান রাখবে- জাতি তা প্রত্যাশা করে। দেশ ও জাতির কল্যাণই হবে ছাত্র রাজনীতির মূল লক্ষ্য ও উদ্দেশ্য।  অনুষ্ঠানে সমাবর্তন বক্তা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস প্রফেসর ড. এ কে আজাদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান ও স্বাগত বক্তব্য দেন উপাচার্য প্রফেসর ড. আবদুস সাত্তার। সমাবর্তনে স্নাতকের ৫৪০ জন এবং স্নাতকোত্তর পর্যায়ের ৬৪ জনসহ ৬০৪ জনকে সনদ দেওয়া হয়। তাদের মধ্যে ৫ জনকে চ্যান্সেলর স্বর্ণপদক, ৫ জনকে ভাইস চ্যান্সেলর স্বর্ণপদক ও ৬ জনকে ডিন পদক দেওয়া হয়।

সর্বশেষ খবর