শুক্রবার, ২৭ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

আমির শাহরুখের পক্ষে মুখ খুললেন মমতা

দীপক দেবনাথ, কলকাতা

ধর্মীয় অসহিষ্ণুতা নিয়ে এবার মুখ খুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাম উল্লেখ না করে বিজেপিকে তোপ দেগে মুখ্যমন্ত্রী বলেন, একদিকে সংবিধান দিবস পালন করব, অন্যদিকে অসহিষ্ণুতাও চলতে থাকবে- এটা চলতে পারে না। এদিকে, অভিনেতা আমির খান এবং শাহরুখ খানের পাশেও দাঁড়ালেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, শাহরুখ, আমির আমাদের গর্ব। গতকাল কলকাতার ধর্মতলায় ‘জমিয়ত-ই-উলেমায়-হিন্দ’ এর সমাবেশে সন্ত্রাসবাদের তীব্র বিরোধিতা করে মমতা জানান, সন্ত্রাসবাদের কোনো জাত হয় না, কোনো ধর্ম-বর্ণ হয় না। ধর্মীয় অসহিষ্ণুতা নিয়ে মুখ খোলায় কয়েকদিন আগে বলিউড অভিনেতা আমির খান এবং শাহরুখ খান সমালোচনার মুখে পড়েছিলেন। এ প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী বলেন, ‘শাহরুখ-আমির আমাদের গর্ব। ওরা একটা কথা বলেছে। তার জন্য দেশ ছেড়ে চলে যেতে হবে? এখানে সবারই বলার অধিকার আছে, এটা তার গণতান্ত্রিক অধিকার। দেশ ছেড়ে অন্য দেশে চলে যেতে বলার অধিকার কারও নেই। মুখ্যমন্ত্রী বলেন, ভারতের সংবিধান সহিষ্ণুতার কথা বলে। আমার সংবিধান তো বলেনি তুমি কি খাবে, তুমি কি বলবে, তুমি কোথায় যাবে, তুমি কি করবে? এরা ঠিক করে দেওয়ার কে? যখন রামকৃষ্ণ মিশন কিংবা ভারত সেবাশ্রমে যাই তখন তো এ প্রশ্ন ওঠে না। মুখ্যমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গে কোনো খাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হবে না। পুজোর সময় মাংস কাটা বন্ধের প্রস্তাব এসেছিল। কিন্তু আমি তা করিনি। আমি মনে করি হিন্দু-মুসলিম-শিখ-খ্রিস্টান- সবাই একসঙ্গে মিলেমিশে এ রাজ্যে বাস করবে। আর এটা বলার জন্য যদি আমার মুণ্ডু কেটে নেওয়া হয়, তাতে আমি কোনো পরোয়া করি না। কেন্দ্রকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, সিবিআই দিয়ে তদন্ত করাচ্ছে করুক কিন্তু এই সাহসটা যেন দুঃসাহস না হয়ে যায়। মমতা বলেন, ‘সহ্যের বাঁধ যেন না ভাঙে, বাঁধ ভাঙলে কেবল বাংলায় নয়, দিল্লিতে গিয়ে ধরনা দেব। এ সময় সংখ্যালঘু উন্নয়নেও জোর দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, উর্দু ভাষাকে এখানে স্বীকৃতি দেওয়া হয়েছে। মাদ্রাসা শিক্ষার পরিকাঠামোয় গুরুত্ব দেওয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর