শুক্রবার, ২৭ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

সাতক্ষীরা সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে গতকাল ভোরে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। তারা হলেন সাতক্ষীরা সদরের পাঁচরকি গ্রামের নজরুল ইসলাম (৩৫) ও কলারোয়ার কাকডাঙ্গা গ্রামের খালেক সরদার (৪০)। খালেক সরদারের মা করিমন বিবি জানান, গরু আনতে গিয়ে বিএসএফের গুলিতে এ নিহতের ঘটনা ঘটেছে। এ ব্যাপারে বিজিবির তলুইগাছা ক্যাম্প কমান্ডার সুবেদার হুমায়ুন বিকালে বলেন, ‘গুলির খবর শুনেছি। নিহতের স্বজনরা বিষয়টি জানালেও বিএসএফের কাছ থেকে কোনো খবর না আসায় এখনো পর্যন্ত হতাহতের বিষয়ে নিশ্চিত হতে পারিনি’। বিজিবির ৩৮ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আরমান বলেন, ‘বিষয়টি সম্পর্কে খোঁজখবর নিচ্ছি। এ জন্য দুই দফায় পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে বিএসএফ কমান্ডারকে পত্র দিয়েছি। বিষয়টি নিশ্চিত করা গেলে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে’।

সর্বশেষ খবর