শুক্রবার, ২৭ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা
কৃষি সংবাদ

রাজশাহীতে আলুবীজ রোপণের ধুম

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে আলুবীজ রোপণের ধুম

স্বপ্নের আলুবীজ বুনছেন রাজশাহীর আলু চাষিরা। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত বীজ নিয়ে মাঠে থাকছেন তারা। কারণ রাজশাহীতে গত বছর আলুর বাম্পার ফলন হয়েছে। দাম পাওয়া  গেছে ভালো। তাই এবারও আশায় বুক বেঁধেছেন চাষিরা।

গোদাগাড়ী, তানোর, পবা, মোহনপুর, বাগমারা, দুর্গাপুর ও পুঠিয়া উপজেলার সড়ক দিয়ে যাওয়ার সময় আলুর বীজ রোপণের ধুম চোখে পড়ছে। পবা উপজেলার বড়গাছী গ্রামের আসলাম আলী জানান, এ বছর সার ও বীজ হাতের নাগালেই। আবহাওয়াও অনুকূলে। তাই কৃষক সময় নষ্ট না করে আলুর জমিতে নেমে পড়েছেন। নিড়ানি দেওয়া, সার দেওয়া ও বীজ রোপণেই তারা ব্যস্ত থাকছেন দিনের অর্ধেক সময়। মোহনপুর উপজেলার মৌগাছি ইউনিয়নের চাষি নুরুল ইসলাম জানান, মৌসুমের নির্ধারিত সময় ছাড়া আলুর বীজ রোপণ করা যায় না। আবার নির্ধারিত সময়ের মধ্যে আলুর বীজ রোপণ করতে না পারলে ভালো ফলনও পাওয়া যায় না। তাই শীত শুরুর সময়টাকেই আলু চাষের জন্য উপযুক্ত সময় হিসেবে বেছে নেন কৃষক। তাই প্রতিবারের মতো এবারও তিনি তার ১২ বিঘা জমিতে আলু চাষ করছেন। তার মতো অনেক কৃষকই এখন আলুর বীজ বুনতে শুরু করেছেন। এদিকে রাজশাহী জেলায় আলু চাষ শুরু হলেও এখন পর্যন্ত লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়নি বলে জানিয়েছে রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদফতর। রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদফতরের একটি সূত্র জানায়, গত বছর জেলার ৯ উপজেলায় আলু চাষ হয়েছিল ৩৬ হাজার ৯১৫ হেক্টর জমিতে। লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৩৪ হাজার ৩৫০ হেক্টর। রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক হজরত আলী বলেন, এখন পর্যন্ত আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়নি। তবে গতবারের চেয়ে এবারের লক্ষ্যমাত্রা বাড়বে। ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই তা নির্ধারণ করা হবে।

সর্বশেষ খবর