শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

আদালতের আগে আসামিকে গণমাধ্যমে হাজির নয় : হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক

কোনো আসামিকে আদালতে হাজির করার আগে প্রচার বা প্রদর্শনের উদ্দেশে গণমাধ্যমে হাজির করা হবে না, এমনটিই আশা প্রকাশ করেছেন হাইকোর্ট। এ ধরনের কার্যক্রম থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যদের বিরত রাখতে পুলিশ প্রধান প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেএমবি সদস্য মামুনুর রশিদ ওরফে জাহিদের মামলার রায়ে এমন পর্যবেক্ষণ দেন বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। রায়ে ২০০৯ সালে গাজীপুরে বোমাসহ আটক মামুন ওরফে জাহিদকে বিচারিক আদালতের দেওয়া ফাঁসির সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট। মামুনের মামলায় তদন্তে উদাসীনতার কারণে তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে পুলিশ মহাপরিদর্শক বিভাগীয় ব্যবস্থা নেবেন বলে আশা করেছেন হাইকোর্ট। এ ছাড়াও এ ঘটনায় তখনকার গাজীপুরের পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে বোমা বা গ্রেনেডসহ জাহিদকে হাজির করে সংবাদ সম্মেলন করা দায়িত্বজ্ঞানহীন কাজ ছিল বলে অভিহিত করে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। আদালতে আসামি পক্ষে ছিলেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, এস এম শাহজাহান ও তাজুল ইসলাম।

সর্বশেষ খবর