শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

দিনাজপুরে মন্দিরে গুলি ও বোমা হামলা, আহত ২

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের কাহারোলে ইসকন মন্দিরে গুলিবর্ষণ ও বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। গত রাত সাড়ে ৮টায় পূজা চলাকালে দুর্বৃত্তদের বোমা হামলা ও গুলিতে দুই দর্শনার্থী গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন রঞ্জিত চন্দ্র রায় (৪৫) ও মিঠুন চন্দ্র রায় (২৫)। রঞ্জিত চন্দ্র রায় জেলার বোচাগঞ্জ উপজেলার ইশানিয়া গ্রামের বিপতি চন্দ্র রায়ের ছেলে এবং মিঠুন চন্দ্র রায় কাহারোল উপজেলার সৈয়দপুর গ্রামের দ্বিজেন্দ চন্দ্র রায়ের ছেলে। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বজিত্ ঘোষ জানান, উপজেলার ডাবর ইউনিয়নের জয়নন্দ ইসকন মন্দিরে বোমা হামলায় প্রাথমিকভাবে দুজন দর্শনার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শী ক্ষীরপ্রসাদ রায় জানান, সন্ধ্যা থেকে জয়নন্দ ইসকন মন্দিরে সনাতন ধর্মসভা চলছিল। হঠাত্ ছয়-সাত যুবক মাঙ্কি টুপি দিয়ে মুখ ঢেকে মন্দিরে প্রবেশ করে প্রথমে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এরপর কয়েকটি হাত বোমার বিস্ফোরণ ঘটায়। এতে দর্শনার্থীরা আতঙ্কে পালিয়ে যান। স্থানীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল মন্দিরসহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর আলী হামলার ঘটনা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগে আহতদের স্থানীয়রা দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছে বলে তিনি জানতে পেরেছেন।

সর্বশেষ খবর