বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

দখল হয়ে যাচ্ছে কুমিল্লার দৌলতগঞ্জ রেলস্টেশন

মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা

দখল হয়ে যাচ্ছে কুমিল্লার দৌলতগঞ্জ রেলস্টেশন

দিনরাত প্রকাশ্যে ময়লা-আবর্জনা ফেলে দখল প্রক্রিয়া চলছে দৌলতগঞ্জের কুমিল্লা-নোয়াখালী রেলপথ —বাংলাদেশ প্রতিদিন

কুমিল্লা-নোয়াখালী রেলপথের কুমিল্লার লাকসাম উপজেলার দৌলতগঞ্জ রেলস্টেশন দখল হয়ে যাচ্ছে। স্টেশনের ক্রসিং লাইনের জায়গা বালু ফেলে ভরাট করা হয়েছে। এখানে মার্কেট করার পরিকল্পনা করা হচ্ছে। এদিকে স্টেশনসংলগ্ন স্থানে ময়লা ফেলে রেললাইন ঢেকে ফেলা হচ্ছে। এ ছাড়া রেললাইনের ওপর বাজারও বসানো হচ্ছে।

সরেজমিন দেখা যায়, একটি চক্র দৌলতগঞ্জ রেলস্টেশনের ক্রসিং লাইনের মাঝে বালু ফেলে ভরাট করছে। সেখানে প্রভাবশালীরা মার্কেট নির্মাণ করবেন বলে আলোচনা চলছে। এ নিয়ে রেলওয়ে কর্তৃপক্ষও নির্বিকার। এদিকে কুমিল্লা-নোয়াখালী রেললাইনে সবচেয়ে বড় কাঁচাবাজার বসে দৌলতগঞ্জে। স্টেশনের একটু উত্তরে রেললাইনের ওপর বাজার বসছে। রেললাইনের সঙ্গে লাগিয়ে সবজির ঝুড়ি রাখা হয়। ট্রেন এলে ক্রেতা-বিক্রেতারা লাইন থেকে সরে দাঁড়ায়। এখানে ট্রেনে কাটা পড়ে একাধিক মানুষ নিহত হয়েছেন। স্টেশনসংলগ্ন রেললাইনের পাশে বাজারের আবর্জনা ফেলা হচ্ছে। এতে রেললাইন ঢাকা পড়ে যাচ্ছে। আবর্জনায় রেললাইন ক্ষতিগ্রস্ত হচ্ছে, যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। দৌলতগঞ্জ বাজারের এক ব্যবসায়ী জানান, এটা যেন মগের মুল্লুক। কেউ বালু দিয়ে কেউ আবর্জনা দিয়ে দখল করছে। কয়েক দিন পর হয় তো স্টেশন ঘরটিও দখল হয়ে যেতে পারে। বাজার ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির কামাল বলেন, রেললাইনে ময়লা ফেলার বিষয়টি আমাদের নজরে আসেনি। খোঁজ নিয়ে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। রেলওয়ে কুমিল্লার সহকারী নির্বাহী প্রকৌশলী হামিদুল হক জানান, রেল সড়কে হাঁটাচলা বেআইনি। সেখানে বালু দিয়ে ভরাট, ময়লা ফেলা-বাজার বসা দুঃখজনক। এতে দুর্ঘটনা ঘটছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে রেললাইন। বাজার ও অবৈধ স্থাপনা সরাতে বিভিন্ন সময়ে পদক্ষেপ নিয়েছি। তবে তারা আবার বসছে। এ জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের আন্তরিকতা ও জনগণের সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন।

সর্বশেষ খবর