বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

স্মরণে ওয়াহিদুল হক

সাংস্কৃতিক প্রতিবেদক

স্মরণে ওয়াহিদুল হক

ছায়ানটে গতকাল ওয়াহিদুল হক স্মরণে অনুষ্ঠান —বাংলাদেশ প্রতিদিন

কথামালা আর গানে গানে ছায়ানটের প্রতিষ্ঠাতা ওয়াহিদুল হককে স্মরণ করেছে ছায়ানট। গতকাল দিনব্যাপী এ আয়োজনে ছায়ানটের সদস্য, শিক্ষক, শিল্পী ও শিক্ষার্থীরা সংগীত পরিবেশন করেন।

ওয়াহিদুল হকের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ছায়ানটের শিল্পীরা শ্রদ্ধাভরে স্মরণ করেন এই গুণী ব্যক্তিত্বকে।‘সুরের গুরু, দাও গো সুরের দীক্ষা’, ‘আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে’, ‘বুঝেছি কি বুঝি নাই বা সে তর্কে কাজ নাই’, ‘ভুবনজোড়া আসনখানি’, ‘নিত্য তোমার যে ফুল ফোটে ফুলবনে’, ‘যেথায় তোমার লুট হতেছে ভুবনে’, ‘মোরে ডাকি লয়ে যাও মুক্তদ্বারে তোমার বিশ্বের সভাতে’, ‘আমার মাথা নত করে দাও হে তোমার চরণধুলার তলে’, ‘তুমি ডাক দিয়েছ কোন সকালে কেউ তা জানে না’, ‘মহাবিশ্বে মহাকাশে মহাকাল-মাঝে’, ‘কবে আমি বাহির হলেম তোমারি গান গেয়ে’, ‘কেন তোমরা আমায় ডাকো, আমার মন না মানে’, ‘অরূপ, তোমার বাণী’, ‘আমি মারের সাগর পাড়ি দেব বিষম ঝড়ের বায়ে’, ‘আকাশজুড়ে শুনিনু ওই বাজে তোমারি নাম সকল তারার মাঝে’, ‘আমি কান পেতে রই ও আমার আপন’, ‘হূদয়গহন-দ্বারে বারে বারে’, ‘এবার তোর মরা গাঙে বান এসেছে’, ‘জয় মা’ ব’লে ভাসা তরী’, ‘নিশিদিন ভরসা রাখিস, ওরে মন, হবেই হবে’, ‘পরবাসী, চলে এসো ঘরে’ ও ‘আরো আরো, প্রভু, আরো আরো’ ইত্যাদি গান পরিবেশন করেন শিল্পীরা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর