বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা
সংসদে প্রধানমন্ত্রী

রান্নায় সিলিন্ডার গ্যাস ব্যবহার করা যেতে পারে

নিজস্ব প্রতিবেদক

কিছুটা হলেও গ্যাস সংকট রয়েছে স্বীকার করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রান্নার কাজে এলপিজি বা সিলিন্ডারের গ্যাস ব্যবহার করা যেতে পারে। এলপিজির ওপর থেকে ট্যাক্স তুলে দেওয়া হয়েছে। তিনি বলেন, সংকট কাটাবার চেষ্টা আমরা করছি। দেশে বর্তমানে গ্যাস সংকট নিরসনে বিকল্প হিসেবে আমরা এলপিজি আমদানি করার ব্যবস্থা নিয়েছি। ইতিমধ্যে এলএনজি টার্মিনাল নির্মাণ করা হচ্ছে। এটা নির্মাণ হলে বাইরে থেকে যদি গ্যাস আনতে পারি তাহলে হয়তো এই সমস্যার কিছুটা সমাধান আমরা করতে পারব।

গতকাল জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টির জিয়াউদ্দিন আহমেদের এক সম্পূরক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, সাধারণত শীতকালে গ্যাস জমে যায়, ‘ফ্লো’টাও কমে যায়। সেজন্য শীতকালে সবসময় গ্যাসের সমস্যাটা একটু দেখা দেয়। গ্যাস একটি প্রাকৃতিক সম্পদ। এর একটি সীমাবদ্ধতা আছে। আমরা সরকারে আসার পর গ্যাসের উত্পাদন অনেক বৃদ্ধি করেছি। গ্যাসের চাহিদাও বৃদ্ধি পাচ্ছে। ইতিমধ্যে আমরা অনেকগুলো কূপও খনন করেছি। বাপেক্সকে আমরা শক্তিশালী করেছি। গ্যাস অনুসন্ধানও চলছে। কিন্তু তারপরও সংকট যে কিছুটা নেই তা আমি বলব না। সংকট আছে। এটা দূর করার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি।

সর্বশেষ খবর