বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

আশ্বাসের পর সরকারি কলেজ শিক্ষকদের কর্মবিরতি স্থগিত

নিজস্ব প্রতিবেদক

কর্মবিরতিসহ আন্দোলন কর্মসূচি ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত করেছেন সরকারি কলেজের শিক্ষকরা। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আবুল কালাম আজাদ ও শিক্ষা সচিব সোহরাব হোসাইনের অনুরোধে তারা এ সিদ্ধান্ত নিয়েছেন। গতকাল বিকালে সরকারি কলেজশিক্ষকদের সংগঠন বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সভা শেষে শিক্ষকনেতারা এ ঘোষণা দেন।

২২ জানুয়ারি সমিতির সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার তিন দিনের কর্মবিরতি শুরু করেন ২৭০টি সরকারি কলেজ, তিনটি আলিয়া মাদ্রাসা, ১৪টি টিটি কলেজ ও ১৬টি কমার্শিয়াল কলেজের ১৫ হাজার শিক্ষক। টানা তিন দিনের কর্মবিরতির দ্বিতীয় দিনে গতকাল দেশের অধিকাংশ সরকারি কলেজে ক্লাস হয়নি। সমিতির সদস্যসচিব আই কে সেলিম উল্লাহ খোন্দকার বাংলাদেশ প্রতিদিনকে জানান, শিক্ষা সচিব তাদের দাবির ব্যাপারে আশ্বাস দিয়েছেন। সচিব বলেছেন, সরকারি কলেজের অধ্যাপকরা যাতে গ্রেড-৩-এ যেতে পারেন সে বিষয়ে মন্ত্রিসভা কমিটির সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। এ ক্ষেত্রে পদোন্নতির সোপান তৈরিরও ব্যবস্থা নেবেন। বৃহস্পতিবার থেকেই তারা ক্লাসে ফিরে যাবেন বলেও জানান। এর আগে গতকাল দুপুরে সমিতির আহ্বায়ক নাসরীন বেগম ও সদস্যসচিব আই কে সেলিম উল্লাহ খোন্দকার সচিবালয়ে শিক্ষা সচিবের সঙ্গে বৈঠক করেন। এ সময় কিছু দাবি বাস্তবায়নের আশ্বাস দিয়ে সরকারি কলেজশিক্ষকদের কর্মবিরতি প্রত্যাহারের অনুরোধ জানান শিক্ষা সচিব।

সর্বশেষ খবর