বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা
বাণিজ্যমেলা

বাহারি প্লাস্টিক পণ্যে নজর নারীদের

নিজস্ব প্রতিবেদক

বাণিজ্যমেলায় নিত্যনতুন ডিজাইনের হাজারো বাহারি প্লাস্টিক পণ্য নজর কেড়েছে বিভিন্ন বয়সী নারী ক্রেতা-দর্শনার্থীর। দেশের খ্যাতনামা প্লাস্টিকশিল্প প্রতিষ্ঠানগুলো মেলায় তাদের নতুন ডিজাইনের পণ্য উপস্থাপন করেছে ক্রেতাদের নজর কাড়তে। তাতে ভালো সাড়া পেয়ে খুশি বিক্রেতারা। বৈচিত্র্যময় এ প্লাস্টিক পণ্য কিনে ক্রেতারা বলছেন, মেলায় কম দামে বেশি পণ্য পাওয়া যাচ্ছে। আর এক ছাদের নিচে হাজারো পণ্য থাকায় পছন্দ করতেও সুবিধা।

রাজধানীর শেরেবাংলানগরে মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্যমেলার এ আয়োজন করেছে বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। বাণিজ্যমেলার পর্দা নামছে ৩১ জানুয়ারি। এখন সমাপনী অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছেন আয়োজকরা। এ প্রসঙ্গে ইপিবির ভাইস চেয়ারম্যান মাফরুহা সুলতানা গতকাল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, এবার মেলার সময় আর বাড়ানো হবে না। ৩১ জানুয়ারি মেলার সমাপনী অনুষ্ঠানের আয়োজন চলছে। এদিকে গতকাল মেলাপ্রাঙ্গণে বিভিন্ন প্লাস্টিকশিল্প প্রতিষ্ঠানের প্যাভিলিয়নে গিয়ে দেখা যায় সারা দিনই ব্যাপক ভিড়। সময়ের সঙ্গে সঙ্গে ধাতব পণ্যের পরিবর্তে প্লাস্টিক পণ্যের ব্যবহার বাড়ায় বিভিন্ন প্রতিষ্ঠান এসব পণ্য তৈরি করেছে। দামও তুলনামূলক ক্রেতাদের নাগালের মধ্যেই। তাই তো বাণিজ্যমেলায় প্রবেশ বা বের হলেই সবার চোখে পড়ে বিভিন্ন বয়সী ক্রেতার হাতে হাতে কিছু না কিছু প্লাস্টিক পণ্য। তাদের অধিকাংশই নারী। আকর্ষণীয় রং ও নকশার সঙ্গে দামও সাধ আর সাধ্যের মধ্যে হওয়ায় ক্রেতাদের চাহিদা বেশি বলে জানিয়েছেন বিক্রেতারা।

সর্বশেষ খবর