বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা
প্রকৃতি

বিরল প্রজাতির মেছোবাঘ

পঞ্চগড় প্রতিনিধি

বিরল প্রজাতির মেছোবাঘ

পঞ্চগড়ে বিরল প্রজাতির এক মেছোবাঘ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাতে সিমান্তসংলগ্ন গ্রাম টিটি পাড়ায় রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের সঙ্গে দুর্ঘটনায় পড়ে বাঘটি। পরে মোটরসাইকেল আরোহী মোবারক হোসেন স্থানীয়দের ডেকে আনেন। আহত বাঘটিকে ধরে টিটি পাড়া গ্রামের রফিকুল ইসলামের বাড়িতে রাখা হয়। এদিকে বাঘ ধরার ঘটনায় তোলপাড় শুরু হয় এলাকায়। গতকাল সকালে আশপাশের কয়েকটি ইউনিয়নে খবরটি ছড়িয়ে পড়লে হাজার হাজার মানুষ মেছো বাঘটিকে দেখতে আসে। পড়ে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার বেলায়েত হোসেন সরেজমিনে এসে বাঘটিকে বন্য প্রাণী অধিদফতরের হাতে তুলে দেওয়ার আহ্বান জানান। তিনি এ আহ্বান জানিয়ে চলে যাওয়ার পরই রফিকুল ইসলামসহ গ্রামের অনেকেই বাঘটিকে বন্যপ্রাণী অধিদফতরের হাতে তুলে দিতে অস্বীকৃতি জানান। সামাজিক বনায়নের স্টাফ আলাউদ্দিন ঘটনাটি পুলিশকে জানালে সদর থানার এসআই নয়ন মেছো বাঘটিকে উদ্ধার করে পঞ্চগড় সামাজিক বনায়ন কর্তৃপক্ষের হাতে তুলে দেয়। ফরেস্ট রেঞ্জার আরসাদুল হক জানান, ‘প্রাথমিক চিকিত্সার পর বাঘটিকে বন্যপ্রাণী অধিদফতরের কাছে তুলে দেওয়া হবে।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর