বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

লক্ষ্মীপেঁচা উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি

লক্ষ্মীপেঁচা উদ্ধার

মৌলভীবাজার পৌর শহরে বিরল প্রজাতির লক্ষ্মীপেঁচা উদ্ধার করা হয়েছে। জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের বাড়ি থেকে গতকাল সকাল ৭টায় এটি উদ্ধার করা হয়। মুজিবুর রহমান মুজিব জানান, ‘প্রতিদিনের মতো সকালে বাগানবাড়িতে যাই। উদ্বিড়াল, পেঁচা, ঘুঘু, শালিক ও বনবিড়ালসহ আরও বিভিন্ন জাতের পশুপাখিকে খাবার দিই। এ সময় দেখি বাগানে একটি লক্ষ্মীপেঁচা অচেতন অবস্থায় পড়ে আছে। তত্ক্ষণাত্ সেটি উদ্ধার করে লোকালয়ে নিয়ে আসি। খবর পেয়ে প্রাণীটিকে একনজর দেখার জন্য শহরের অসংখ্য মানুষ ছুটে আসে।’ তিনি আরও বলেন, ‘পশুপাখি লালন-পালন করা আমার শখ। দৈনন্দিন কাজের মধ্যে আমি তাদের লালন-পালন করি।’ মৌলভীবাজার জেলা বন সংরক্ষণ কর্মকর্তা মেহেদী হাসান বলেন, ‘পেঁচা আমাদের জিম্মায় আছে, তবে সেটি অসুস্থ।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর