শনিবার, ৩০ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

খুলনা হবে অর্থনীতির চালিকাশক্তি

বিশ্বে খুলনার পরিচিতি ছিল শিল্প ও বন্দরনগরী হিসেবে। সেই খ্যাতি এখন নেই। অনেক শিল্প-কারখানা বন্ধ হয়ে গেছে। কর্মহীন হয়েছে হাজারো শ্রমিক। নানা সংকটে ব্যবসা-বাণিজ্যে চলছে মন্দা। অপরিকল্পিতভাবে বেড়ে উঠছে খুলনা শহর। বর্ষা মৌসুমে জলাবদ্ধতা প্রকট আকার নেয়। এর মধ্যেও আশা জাগিয়েছে পদ্মা সেতু। এ ছাড়া খানজাহান আলী বিমানবন্দর, মংলা বন্দরের আধুনিকায়নসহ সড়ক ও রেল যোগাযোগ ব্যবস্থা গড়ার পরিকল্পনা বাস্তবায়িত হলে এ অঞ্চল হবে দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। খুলনার সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিশিষ্টজনদের সঙ্গে কথা বলেছেন নিজস্ব প্রতিবেদক সামছুজ্জামান শাহীন

 

অবকাঠামো তৈরি হলে বিনিয়োগ বাড়বে

সর্বশেষ খবর