শনিবার, ৩০ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

নিখোঁজ দুই স্কুলছাত্রের লাশ মিলল লেবু খেতে

ধামরাই প্রতিনিধি

ধামরাইয়ের চর চৌহাট গ্রাম থেকে নিখোঁজ হওয়ার দুই দিন পর গতকাল বিকালে লেবু খেতে মিলেছে তৃতীয় শ্রেণির দুই স্কুলছাত্রের গলা কাটা লাশ। এ খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং এ ঘটনায় জড়িত সন্দেহে সফিকুল ইসলাম নামে এক যুবককে আটক করে গণধোলাই দেন।

জানা গেছে, চর চৌহাট গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে শাকিল (১০) ও আবু বক্কর মিয়ার ছেলে ইমরান (১১) বালিয়া ব্র্যাক স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র। ২৭ জানুয়ারি তারা বাড়ি থেকে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার হাড়িয়া স্কুল মাঠে খেলা দেখতে রওনা হয়। কিন্তু রাতে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন আত্মীয়স্বজনসহ সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি করেন। ২৮ জানুয়ারি এলাকাসহ বিভিন্ন স্থানে মাইকিংও করা হয়। এ অবস্থায় গতকাল বিকালে ধামরাই সীমান্তবর্তী হাড়িয়ার গ্রামের এক লেবু খেতে পথচারীরা গলা কাটা ছিন্ন-বিচ্ছিন্ন লাশ দেখে চিত্কার শুরু করেন। খবরটি মুহূর্তেই এলাকায় ছড়িয়ে পড়ে। এরপর ক্ষুব্ধ এলাকাবাসী কামারপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে সফিকুল ইসলামকে আটক করে গণধোলাই দেন। খুন হওয়া স্কুলছাত্র শাকিলের বড় ভাই রবিন কাঁদতে কাঁদতে জানান, ২৮ জানুয়ারি রাতে মোবাইল ফোনে শাকিলের মুক্তিপণ হিসেবে এক লাখ টাকা দাবি করে অজ্ঞাত দুর্বৃত্তরা। কিন্তু কোথায় টাকা দেব— এ কথা শোনার আগেই লাইন কেটে দেয় তারা। এলাকাবাসীর অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেন, ধামরাইয়ের চৌহাটে এত খুন কেন? পরিবার নিয়ে কেউ নিরাপদে নেই। তারা দুই স্কুলছাত্রের খুনিদের গ্রেফতার ও বিচার দাবি জানান।

সর্বশেষ খবর