শনিবার, ৩০ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

মালয়েশিয়ায় ফের সাধারণ ক্ষমার সুযোগ

কূটনৈতিক প্রতিবেদক

মালয়েশিয়ায় অবৈধভাবে বসবাসরত বিদেশিদের জন্য ফের সাধারণ ক্ষমার সুযোগ আসছে। বুধবার মালয়েশিয়ার পার্লামেন্টে সে দেশের প্রধানমন্ত্রী নাজিব রাজাক এমন ঘোষণা দিয়েছেন। তবে কবে থেকে কত দিনের জন্য এমন সুযোগ আসবে, তা এখনো জানা যায়নি। এর পরও বৈধতা পাওয়ার আশায় খুশি মালয়েশিয়ায় বসবাসরত প্রায় সাড়ে ৩ লাখ বাংলাদেশি।

মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার শহীদুল ইসলাম গতকাল টেলিফোনে জানিয়েছেন, ‘কবে থেকে সুযোগ পাবে তা এখনো ঠিক হয়নি। তবে শিগগির সুযোগ আসবে বলেই মনে হচ্ছে। এবার যেন সবাই বৈধ হতে পারে সে জন্য আগে থেকেই সতর্কতা নিয়েছি। বৈধ করার প্রক্রিয়ায় যেসব কোম্পানিকে দায়িত্ব দেওয়া হবে তাদের সঙ্গে আমি ইতিমধ্যে একাধিক বৈঠক করেছি। কারণ বিগত সময়ে মালয়েশিয়া সরকারের সাধারণ ক্ষমার ঘোষণায় ২ লাখ ৬৪ হাজার অবৈধ শ্রমিক বৈধ হলেও বাকি অনেকেই পাসপোর্ট ও টাকা ঠিক জায়গায় দিতে না পারায় বৈধ হতে পারেননি। অনেকেই প্রতারিত হয়েছেন। এসব কারণে এবার সব আগ্রহী বাংলাদেশিকে কোনো ধরনের দালালের শরণাপন্ন না হয়ে সরাসরি হাইকমিশনে যোগাযোগের অনুরোধ জানাব।

সর্বশেষ খবর