রবিবার, ১৩ মার্চ, ২০১৬ ০০:০০ টা
প্রকৃতি

এবার স্লোগান বাঘ বাঁচাও

বাগেরহাট প্রতিনিধি

এবার স্লোগান বাঘ বাঁচাও

টাইগার ক্যারাভ্যান এখন বাগেরহাটে। ‘বাঘ আমাদের গর্ব-বাঘ সুরক্ষা করব’- স্লোগানে টাইগার ক্যারাভ্যান সারা দেশে ১০০টি স্থানে গিয়ে সুন্দরবন ও বাঘ বিষয়ক প্রদর্শনীর আয়োজন করছে। এরই অংশ হিসেবে ‘টাইগার ক্যারাভ্যান’ বাগেরহাট এসেছে। গতকাল দুপুরে বাগেরহাটের খানজাহান আলী ডিগ্রি কলেজ চত্বরে বাঘ ও সুন্দরবন রক্ষায় এ প্রচারাভিযান উদ্বোধন করেন মত্স্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট মীর শওকত আলী বাদশা এমপি। বাগেরহাটের পুলিশ সুপার নিজামুল হক মোল্লা ও সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও)  সাইদুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন। পরে কলেজের শহীদ মিনার চত্বরে ‘বাঘ এসেছে’ শিরোনামে একটি নাটিকা মঞ্চায়িত হয়। সচেতনতামূলক এ নাটিকার মাধ্যমে সুন্দরবনের যে কোনো এলাকায় বাঘ, বন্যপ্রাণী ও  চোরাচালানিদের ধরিয়ে দিতে একটি হট-লাইন নম্বরও (০১৭৫৫ ৬৬০০৩৩) দেওয়া হয়। নাটিকা শেষে বাঘ চোরাচালানিদের ধরিয়ে দিতে কি করণীয়, বাঘ হত্যা ও গাছ কাটা  দেখলে কাদের জানাতে হবে, বাঘ সংরক্ষণে কি ধরনের আইন রয়েছে, এসব বিষয়ে উপর প্রশ্ন করে উত্তর জেনে নেয় শিক্ষার্থীরা। এ ধরনের উত্তর  দেওয়ার জন্য শিক্ষার্থীদের টাইগার হিরো উপাধি, সার্টিফিকেট ও  ক্রেস্ট  দেওয়া হয়। আগামী ৫ দিন বাগেরহাট সদর, ফকিরহাট ও মংলা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও জনবহুল এলাকায় পথনাটকসহ নানা আয়োজনে মানুষের মধ্যে সুন্দরবন ও বাঘ রক্ষার বিষয়ে সচেতনতা তৈরি করবে এই ‘ক্যারাভ্যান’।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর