সোমবার, ২৮ মার্চ, ২০১৬ ০০:০০ টা

অর্থ উদ্ধারে জাতিসংঘসহ চার সংস্থাকে চিঠি

নিজস্ব প্রতিবেদক

রিজার্ভ থেকে খোয়া যাওয়া অর্থ উদ্ধারে সহযোগিতা চেয়ে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি, নিউইয়র্কের ফেডারেল রিজার্ভের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান, ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ও অ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিলের (এএমএলসি) প্রধানকে চিঠি দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। গতকাল বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের এ তথ্য জানান প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ও মুখপাত্র শুভঙ্কর সাহা।

তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর চারটি জায়গায় চিঠি দিয়েছেন, এর মধ্যে জাতিসংঘে নিযুক্ত  বাংলাদেশের স্থায়ী প্রতিনিধিকে চিঠি দেওয়া হয়েছে এ বিষয়ে দেশের পক্ষে ভূমিকা রাখার জন্য। একইভাবে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের বোর্ড অব গভর্নেন্সের চেয়ারম্যানের কাছে সহযোগিতা চাওয়া হয়েছে। কখন এবং চিঠিতে কী বলা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, অতি সম্প্রতি এ চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে অর্থ উদ্ধারের ব্যাপারে সবার সহায়তা চাওয়া হয়েছে। শুভঙ্কর সাহা জানান, গভর্নর বাংলাদেশ ব্যাংকের সব মহাব্যবস্থাপক ও তদূর্ধ্ব কর্মকর্তাদের সঙ্গে পরিচিতিমূলক একটি সৌজন্য বৈঠক করেছেন। এ সময় তিনি তাদের আইটি সিকিউরিটি আরও বাড়ানোর বিষয়ে জোর দিতে বলেছেন, যাতে যে ঘটনাটি ঘটেছে তার পুনরাবৃত্তি না হয়। এর প্রতিরোধে যেসব ব্যবস্থা নেওয়া এবং বাংলাদেশ ব্যাংকের যে ম্যানুয়াল নিয়মনীতি রয়েছে সে অনুযায়ী কাজ করে জনগণের আস্থা উন্নয়নে কাজ করার পরামর্শ দিয়েছেন। একই সঙ্গে তাদের নির্ভয়ে কাজ করারও পরামর্শ দিয়েছেন। কেন্দ্রীয় ব্যাংকের একটি সূত্র জানায়, গতকাল গভর্নর বাংলাদেশ ব্যাংকের সব ডেপুটি গভর্নর, নির্বাহী পরিচালক, মহাব্যবস্থাপক, উপদেষ্টা ও তথ্যপ্রযুক্তি বিষয়ক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে সবাইকে নির্ভয়ে স্বতঃস্ফূর্তভাবে কাজ করার নির্দেশনা দেন তিনি। এ ছাড়া তথ্যপ্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে সবাইকে আরও সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন ফজলে কবির। এদিকে রিজার্ভ চুরির ঘটনা তদন্তে গঠিত কমিটির প্রধান মোহাম্মদ ফরাসউদ্দিন এবং পুলিশের সিআইডির কর্মকর্তারা গতকাল বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন। ঘটনা তদন্তের অংশ হিসেবে তারা ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে কথা বলেন। মোহাম্মদ ফরাসউদ্দিন দুপুর ১২টা থেকে বিকাল ৬টা পর্যন্ত সেখানে অবস্থান করেন বলে জানা গেছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর