সোমবার, ২৮ মার্চ, ২০১৬ ০০:০০ টা

পূবালী ব্যাংকে হ্যাকিং করে রেমিটেন্স চুরির সময় যুবক গ্রেফতার

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর ঘোড়াশাল পূবালী ব্যাংকে হ্যাকিং করে বিদেশি রেমিট্যান্সের টাকা চুরির সময় ফারুক নামে এক হ্যাকারকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বিকাল সাড়ে ৩টার দিকে পলাশ উপজেলার ঘোড়াশাল শাখায় অর্থচুরির সময় তাকে হাতেনাতে আটকের পর পুলিশে সোপর্দ করা হয়। গ্রেফতারকৃত ফারুক উপজেলার ডাঙ্গা ইউনিয়নের কাজৈর গ্রামের কফিল উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন মালয়েশিয়ায় থেকেছেন। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি আন্তর্জাতিক হ্যাকার চক্রের সদস্য বলে স্বীকার করেছেন। পুলিশ ও ব্যাংক সূত্রে জানা গেছে, কয়েকদিন ধরে একটি চক্র ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে বিদেশ থেকে প্রেরিত অর্থের গোপন নম্বর হ্যাকিং করে নকল ভোটার আইডি কার্ড ব্যবহার করে সাধারণ মানুষের অর্থ চুরি করে আসছিল। চক্রটি গতকাল বিকালে ঘোড়াশাল পূবালী ব্যাংক শাখায় হানা দেয়। ব্যাংক শাখার ব্যবস্থাপক আক্তারুজ্জামান জানান, কুয়েত প্রবাসী সায়েম রমিজ উদ্দিন তার ভাই আলামিন মিয়ার নামে ওয়েস্টার্ন ইউনিয়ন মানি ট্রান্সফারের মাধ্যমে ৫০ হাজার টাকা বাংলাদেশে পাঠান। হ্যাকার চক্রের সদস্যরা গোপন নম্বরটি হ্যাক করে ফেলে এবং তাদের এক সদস্য ফারুক মিয়া (৩০) গোপন নম্বর ও নকল ভোটার আইডি কার্ড নিয়ে আমাদের শাখায় টাকা উত্তোলন করতে আসেন। টাকা দেওয়ার সময় ভোটার আইডি কার্ড দেখে সন্দেহ হলে প্রবাসীর ভাই আলামিনের কাছে ফোন করলে অর্থ চুুরির বিষয়টি নিশ্চিত হওয়া যায়। পরে আলামিন নামধারী প্রতারক ফারুক মিয়াকে চ্যালেঞ্জ করলে তিনি দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন । তখন তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর