সোমবার, ২৮ মার্চ, ২০১৬ ০০:০০ টা
অষ্টম কলাম

ত্রিপুরার রাজ্যপাল বাংলাদেশ-ভারত ভিসা প্রথা তুলে দেওয়ার পক্ষে

কলকাতা প্রতিনিধি

ভারত-বাংলাদেশের মধ্যে ভিসা প্রথা তুলে দেওয়ার কথা বললেন ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায়। শনিবার আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশন প্রাঙ্গণে বাংলাদেশের মহান জাতীয় দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে উপস্থিত থেকে তথাগত রায় প্রশ্ন তোলেন ‘ভারত-বাংলাদেশের মধ্যে এই ভিসা প্রথা কেন চালু থাকবে? এই ভিসা প্রথা শিগগিরই তুলে দেওয়া দরকার। এই ভিসা প্রথা তুলে দেওয়ার ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আর্জি জানাব।’ বিজেপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক এই সদস্য বলেন, ‘দুই দেশের মানুষ যাতে সহজেই সীমান্ত পেরিয়ে এক দেশ থেকে অপর দেশে যাতায়াত করতে পারেন সে লক্ষ্যে দুই দেশের শীর্ষ নেতৃত্ব একত্রে বসে ভিসা প্রথা তুলে দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা করতে পারেন। তিনি আরও বলেন, দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এক জায়গায় অবস্থান করছে যেখানে এই ভিসা অপ্রয়োজন হয়ে পড়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না করে ত্রিপুরার রাজ্যপাল বলেন, ‘বাংলাদেশের সঙ্গে তিস্তা পানি বণ্টন সমস্যা মিটিয়ে ফেলতে ভারতের প্রধানমন্ত্রী ইচ্ছা প্রকাশ করলেও কয়েকটি নির্দিষ্ট কারণে সেই সমস্যার সমাধান হয়নি। এটা সত্যিই চরম পরিতাপের বিষয়।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর