সোমবার, ২৮ মার্চ, ২০১৬ ০০:০০ টা

স্বামীর গরম পানিতে ঝলসে স্ত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বাড্ডায় স্বামীর দেওয়া গরম পানিতে ঝলসে নূরজাহান আক্তার পূর্ণিমা (২৪) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গত ২১ মার্চ সকালে স্বামী মিজানুর রহমান গরম পানি ঢেলে পূর্ণিমার শরীর ঝলসে দেন। পরে নিহতের মা আছিয়া বেগম বাদী হয়ে বাড্ডা থানায় একটি হত্যা মামলা করেন। বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল বলেন, পূর্ণিমার স্বামী প্রাইভেট কার চালক। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন। তাকে ধরতে অভিযান চলছে। জানা গেছে, মিজানুর রহমান উত্তর বাড্ডার ১০৮/১ বাসার বাসিন্দা। আট বছর আগে পূর্ণিমার সঙ্গে তার বিয়ে হয়। শাহীন (৪) নামে তাদের এক ছেলে রয়েছে। ২১ মার্চ পারিবারিক বিষয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে মিজানুর রান্না ঘরে গিয়ে গরম পানি এনে পূর্ণিমার শরীর ঝলসে দেন। চিকিৎসকরা জানিয়েছেন, গরম পানিতে পূর্ণিমার শরীরের ৩০ শতাংশ ঝলসে গিয়েছিল।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর