মঙ্গলবার, ২৯ মার্চ, ২০১৬ ০০:০০ টা

মন্ত্রিসভায় বেবিচকসহ তিন আইনের খসড়া অনুমোদন

নিজস্ব প্রতিবেদক

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) খসড়া আইনের চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা, যাতে নতুন করে সংযোজন হয়েছে গভর্নিং বডি করে ট্রাফিকিং ব্যবস্থাপনাকে শক্তিশালী করার বিষয়টি। এ ছাড়া মন্ত্রিসভার বৈঠকে আরও দুই আইনের খসড়া অনুমোদন করা হয়েছে। গতকাল সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে অনুমোদন দেওয়া দুই খসড়া আইনের মধ্যে অ্যাক্রেডিটেশন কাউন্সিল আইন-২০১৬ এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়গুলোর মান নিশ্চিত করতেই এ কাউন্সিল আইনের খসড়ায় অনুমোদন দিয়েছে। মন্ত্রিসভা একই সঙ্গে পণ্য পরিবহন লাভজনক ও স্থায়িত্বশীল করতে রেলের কন্টেইনার পরিবহন সার্ভিসকে স্বতন্ত্র কোম্পানি করার অনুমোদন দিয়েছে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, ১৯৮৫ সালের অধ্যাদেশটি পরিমার্জন করে কিছু সংযোজনসহ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ আইনটি করা হচ্ছে। এতে নতুন করে সংযোজন হচ্ছে গভর্নিং বডি করে ট্রাফিকিং ব্যবস্থাপনাকে শক্তিশালী করা। পাশাপাশি আন্তর্জাতিক মানের ব্যবস্থাপনা তৈরি করার নির্দেশনাও রয়েছে আইনে। সচিব বলেন, বিশ্ববিদ্যালয়গুলোকে একটি নির্দিষ্ট মানে উন্নীত করতে অ্যাক্রেডিটেশন কাউন্সিল গঠন করা হবে। এ কাউন্সিলে চেয়ারম্যানসহ ১১ জন সদস্য থাকবেন। অ্যাক্রেডিটেশন কাউন্সিল আইন, ২০১৬ এর খসড়াটি নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে বাংলাদেশের উচ্চশিক্ষার প্রত্যাশিত মান নিশ্চিত ও সরকারি-বেসরকারি উচ্চশিক্ষার প্রতিষ্ঠানগুলোকে বিশ্বমানে উন্নতি করার লক্ষ্যে। মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, খসড়ায় বলা হয়েছে একটা কাউন্সিল হবে। কাউন্সিলে একজন চেয়ারম্যান, চারজন অধ্যাপক ও  খণ্ডকালীন সদস্য থাকবেন ছয়জন। এ ছাড়া আরও বিভিন্ন সেক্টর থেকে সদস্য আসবেন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন থেকে একজন, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, অ্যাসোসিয়েশন ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রেসিডেন্ট অথবা তার মনোনীত সদস্য থাকবেন। বিদেশি সদস্য থাকতে পারবেন, তবে তা কাউন্সিল মনোনীত হতে হবে। পেশাজীবী মনোনীত একজন প্রতিনিধি ও এফবিসিসিআইয়ের প্রতিনিধি হিসেবে শিল্প উদ্যোক্তাদের একজন সদস্য থাকবেন। কাউন্সিলের দায়িত্ব হবে উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিত করা, বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পর্যবেক্ষণ করা, সার্টিফিকেট দেওয়ার শর্তাবলী নির্ধারণ করা এবং প্রয়োজনে অ্যাক্রেডিটেশন সার্টিফিকেট বাতিল করা। তবে কারও সার্টিফিকেট বাতিল হয়ে গেলে তিনি রিভিউয়ের আবেদন করতে পারবেন। মন্ত্রিসভা পণ্য পরিবহন লাভজনক ও স্থায়িত্বশীল করতে রেলের কন্টেইনার পরিবহন সার্ভিসকে স্বতন্ত্র কোম্পানি করার অনুমোদন দিয়েছে। এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব জানান, রেলের কন্টেইনার পরিবহন সার্ভিসকে লাভজনক করতে এবং স্থায়িত্ব ও দক্ষ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে স্বতন্ত্র কোম্পানি করার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতামত নিয়ে রেলওয়ে কন্টেইনার ব্যবস্থাপনাতে পরিবর্তন আনা হবে। সচিব বলেন, কোম্পানি করতে ১০ সদস্য বিশিষ্ট একটি পরিচালনা বোর্ড (বোর্ড অব ডাইরেক্টর) করা হবে। রেল সচিব হবেন এই বোর্ডের সভাপতি। আর প্রথম পর্যায়ে ব্যবস্থাপনা পরিচালক থাকবেন রেলওয়ের অতিরিক্ত পরিচালক (অপারেশন)। পরে বেসরকারি পর্যায়ে এই ব্যবস্থাপনার পরিচলক নিয়োগ হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর