মঙ্গলবার, ২৯ মার্চ, ২০১৬ ০০:০০ টা
অষ্টম কলাম

হেঁটে তেঁতুলিয়া থেকে টেকনাফে শোভন

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

হেঁটে তেঁতুলিয়া থেকে টেকনাফে শোভন

‘দেখবো বাংলাদেশ গড়বো বাংলাদেশ’ স্লোগান ধারণ করে পায়ে হেঁটে তেঁতুলিয়া থেকে টেকনাফ ভ্রমণ করেছেন ই-কমার্স ও বিজনেস কনসালটেন্ট, অনলাইন লেখক ও সমাজকর্মী জাহাঙ্গীর আলম শোভন। বাংলাদেশ পর্যটন করপোরেশনের পৃষ্ঠপোষকতায় এর মধ্যে দেশের ১৭টি জেলা পায়ে হেঁটে পাড়ি দিয়েছেন শোভন। গত ১২ ফেব্রুয়ারি তেঁতুলিয়ার বাংলাবান্ধা জিরোপয়েন্ট থেকে যাত্রা শুরু করে তিনি এ পথ অতিক্রম করেন। গতকাল ২৮ মার্চ দুপুরে বাংলাদেশের শেষ সীমান্ত টেকনাফ পৌঁছে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিউল আলমের সঙ্গে তিনি সৌজন্য সাক্ষাৎ করেন এবং টেকনাফে পর্যটনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। শোভন জানান, দেশদেখা শিরোনামে পায়ে হেঁটে দেশভ্রমণের সময় তিনি গুরুত্বপূর্ণ ভ্রমণ স্থানগুলোর তথ্য ও ছবি সংগ্রহ করেছেন, চলার পথে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে সেখানকার শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছেন এবং দেশের হয়ে কাজ করার জন্য তাদের অনুপ্রাণিত করেন। শোভনের মূল বক্তব্য হলো—এই দেশটা আমাদের, আমরাই এই দেশকে গড়ব। আমরা যার যার অবস্থান থেকে দেশের জন্য কিছু করব। এ ছাড়া তিনি শিশু নির্যাতন বন্ধ, লোকসাহিত্য সংরক্ষণ, পরিবেশ সংরক্ষণ, গাছ লাগানো, বাল্যবিবাহ রোধ ও মাদকবিরোধী জনমত গঠনে কাজ করছেন। শোভনের পৈতৃক নিবাস নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ এবং বর্তমান নিবাস ফেনী জেলার দাগনভূঞা এলাকায়। পেশাগত কারণে তিনি ঢাকায় থাকেন। স্ত্রী ও এক পুত্র সন্তান নিয়ে তার সংসার। তার সঙ্গে টেকনিক্যাল পার্টনার হিসেবে রয়েছে, দিনরাত্রি ডটকম, ফোকাস ফ্রেম, ওয়ালেটমিক্স, কিনলেডটকম, ট্যুরবিডি ডটকম।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর