মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

গভীর রাতে সিলেটে সেই গাড়ি আটক

শাহ্ দিদার আলম নবেল, সিলেট

গভীর রাতে সিলেটে সেই গাড়ি আটক

সিলেট নগরীর মজুমদারিস্থ বিএম টাওয়ার থেকে উধাও হয়ে যাওয়া প্রায় দুই কোটি টাকা মূল্যের শুল্ক ফাঁকির মার্সিডিজ বেঞ্জ গাড়িটি অবশেষে আটক করা হয়েছে। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর সিলেটের সহকারী পরিচালক প্রভাতকুমার সিংহ জানিয়েছেন, ওই টাওয়ারের নিচ থেকেই রবিবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে গাড়িটি  জব্দ করা হয়। সূত্র জানান, বৃহস্পতিবার রাতে বিএম টাওয়ারে প্রায় দুই কোটি টাকা মূল্যের মার্সিডিজ বেঞ্জ প্রাইভেট কারের সন্ধান পাওয়ার পর তদন্তে নেমেছিলেন শুল্ক গোয়েন্দারা। সূত্র বলছেন, তদন্তে নেমে গোয়েন্দারা সিলেটের রাস্তায় শুল্ক ফাঁকির গাড়ি চলাচলের আরও তথ্য পান। তথ্যানুযায়ী, শুল্ক ফাঁকি দিয়ে আনা বিলাসবহুল আরও অন্তত ১০টি গাড়ি সিলেটের রাজপথ চষে বেড়াচ্ছে। এসব গাড়ির প্রতিটির মূল্য ৫ কোটি টাকার ওপরে। ভুয়া রেজিস্ট্রেশন নম্বর দিয়ে চলাচলকারী এ গাড়িগুলো জব্দ করতে শুল্ক গোয়েন্দারা মাঠে নেমেছেন। শুল্ক গোয়েন্দা সূত্রে জানা যায়, কারনেট সুবিধা নিয়ে শুল্ক ছাড়াই সিলেটের প্রবাসীরা যুক্তরাজ্য থেকে কোটি টাকা মূল্যের গাড়ি নিয়ে দেশে আসেন। পরে গাড়িগুলো ফিরিয়ে না নিয়েই তারা যুক্তরাজ্যে ফিরে যান। দেশে সড়ক দুর্ঘটনায় গাড়ি বিকল হয়ে গেছে বা চুরি হয়ে গেছে, এমন অজুহাত দেখিয়ে কারনেটকে ক্ষতিপূরণ বাবদ গাড়ির দাম দিয়ে বিষয়টি দফারফা করেন তারা। পরে কারনেট সুবিধায় শুল্ক ছাড়া নিয়ে আসা গাড়িগুলো জাল কাগজের মাধ্যমে রেজিস্ট্রেশন করিয়ে নেওয়া হয়।

 

সূত্র আরও জানান, বিভিন্ন সময় এভাবে শুল্ক ফাঁকি দিয়ে আনা ১০টি বিলাসবহুল পাজেরো জিপ ও প্রাইভেট কার ভুয়া রেজিস্ট্রেশন নম্বর লাগিয়ে সিলেটের রাজপথে চলাচল করছে। তবে গোয়েন্দারা তত্পর হওয়ার পর হঠাৎ করে উধাও হয়ে গেছে দামি গাড়িগুলো। শুল্ক গোয়েন্দা কর্মকর্তা প্রভাতকুমার সিংহ জানান, অবৈধভাবে আনা গাড়ির মালিকরা সতর্ক হয়ে গেছেন। তারা গাড়িগুলো সিলেট থেকে সরিয়ে নিয়েছেন। তবে এগুলো ধরতে সিলেটসহ বিভিন্ন স্থানে ফাঁদ পেতে রাখা হয়েছে।

সর্বশেষ খবর