মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

তনুর ভাইয়ের বন্ধুর খোঁজ নেই ১৫ দিনেও পরিবারে শঙ্কা

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রী সোহাগী জাহান তনুর ভাই আনোয়ার হোসেনের বন্ধু মিজানুর রহমান সোহাগের (২১) সন্ধান চাইছে তার পরিবার। ১৫ দিন ধরে সে নিখোঁজ রয়েছে। পারিবারিকভাবে বলা হচ্ছে, তনু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মিছিল করার কারণে সাদা পোশাকের লোকেরা তাকে তুলে নিয়ে গেছে।

সোহাগ ২০১৫ সালে কুমিল্লা সদর উপজেলার আলেকজান মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাস করে। সেনানিবাস সংলগ্ন কুমিল্লার বুড়িচং উপজেলার নারায়নসার গ্রামের নুরুল ইসলামের ২ ছেলে ২ মেয়ের মধ্যে সোহাগ ৩য়। বিদেশ যাওয়ার জন্য সে প্রস্তুতি নিচ্ছিল। সোহাগের বাবা নুরুল ইসলাম জানান, গত ২৭ মার্চ রাত দেড়টায় সাদা পোশাকে প্রশাসনের লোক পরিচয়ে সোহাগকে তুলে নিয়ে যাওয়া হয়। তিনি ৩০ মার্চ বুড়িচং থানায় এ বিষয়ে সাধারণ ডায়রি করেছেন। তিনি বলেন, ‘তনু হত্যার খবর টিভিতে দেখে সোহাগ এর বিচার  চেয়ে এলাকায় বিক্ষোভ করে। এ অভিযোগে ছেলেকে র‌্যাব তুলে নিয়ে গেছে।’ তিনি ছেলের সন্ধান দাবি করেন। সোহাগের বড় বোন খালেদা আক্তার বলেন, ‘সোহাগকে ঘুম থেকে তুলে নিয়ে যাওয়া হয়। যারা নিয়ে গেছে তাদের পরিচয় জানতে চেয়েছি। কিন্তু তারা পরিচয় জানায়নি। উল্টো আমাদের শাসিয়েছে। সোহাগ কোনো অপরাধ করলে তার সাজা হবে। কিন্তু নিখোঁজ থাকাটা আমরা মেনে নিতে পারছি না। আমরা সোহাগকে ফেরত চাই।’ এ ব্যাপারে র‌্যাব-১১ কুমিল্লা ক্রাইম প্রিভেনশন কোম্পানি-২ এর অধিনায়ক মেজর খুরশিদ আলম দাবি করেন, র‌্যাব তনুর ঘটনায় সোহাগ নামে কাউকে আটক করেনি। উল্লেখ্য, গত ২০ মার্চ রাতে কুমিল্লা সেনানিবাসের বাসার অদূরে জঙ্গলের ভিতর তনুর লাশ পাওয়া যায়। ২১ মার্চ তার বাবা ইয়ার হোসেন এ ঘটনায় কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন। কিন্তু ২২ দিনেও আইন-শৃঙ্খলা বাহিনী মৃত্যুর কারণ নির্ণয় ও অপরাধীদের শনাক্ত করতে পারেনি।

সর্বশেষ খবর