সোমবার, ২৫ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

দুদকের অভিযানে সাব-রেজিস্ট্রারসহ চারজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

দুর্নীতির মামলায় সাবেক সাব-রেজিস্ট্রার মো. সামসুজ্জামানসহ চারজনকে দেশের বিভিন্ন জেলা থেকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দুদক এ গ্রেফতার অভিযান চালায়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বগুড়া, চাঁদপুর ও নাটোর থেকে এই চারজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সরকারের রাজস্ব ক্ষতি ও অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। গ্রেফতারকৃতরা হলেন বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলা পরিষদের হিসাব রক্ষণ কর্মকর্তা মো. খলিলুর রহমান, গ্রামীণ ব্যাংক চাঁদপুর জেলার ফরিদগঞ্জ শাখার সাবেক সিনিয়র অফিসার মো. আনোয়ার হোসেন ভূইয়া ও একই শাখার সিনিয়র অফিসার সুভাষ সিংহ। খলিলুর রহমানের বিরুদ্ধে পেনশনের ১১ কোটি ৭৪ লাখ টাকা আত্মসাৎ      করার অভিযোগ রয়েছে। অন্য দুই কর্মকর্তা গ্রাহকের স্বাক্ষর জাল করে ব্যাংক থেকে ৪০ লাখ ৯২ হাজার ৯৫০ টাকা আত্মসাৎ করেছেন। এ ছাড়া গ্রেফতারকৃত কুড়িগ্রাম জেলার সাবেক সাব-রেজিস্ট্রার মো. সামসুজ্জামান সরদার অবৈধভাবে হেবা দলিল সম্পাদন করিয়ে দিয়ে ১ লাখ ৫৮ হাজার টাকা লাভ করেন।

সর্বশেষ খবর