সোমবার, ২৫ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

বগুড়ার নবাববাড়ী সংরক্ষণের দাবি

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ার নবাববাড়ী সংরক্ষণের দাবি

বগুড়ার ঐতিহ্যবাহী স্থাপনা নবাববাড়ী সরকারিভাবে অধিগ্রহণ করে প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে সংরক্ষণের দাবিতে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। গতকাল বেলা ১১টায় বগুড়া শহরের সাতমাথায় বগুড়ার ঐতিহ্য স্থাপনা রক্ষা কমিটির আয়োজনে মানববন্ধন কর্মসূচিতে সাংস্কৃতিক কর্মী সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ গ্রহণ করে। বগুড়ার ঐতিহ্য স্থাপনা রক্ষা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট আবদুর রাজ্জাকের সভাপতিত্বে বক্তব্য দেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের সাধারণ সম্পাদক তৌফিক হাসান ময়না, মাহফুজুর রহমান দুলু, মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, রফিকুল ইসলাম লাল, দৈনিক উত্তরের খবর সম্পাদক আবদুস সালাম বাবু, সাংবাদিক মহসীন আলী রাজু, আবদুর রহিম বগড়া, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আমজাদ হোসেন মিন্টু, সাধারণ সম্পাদক জেএম রউফ প্রমুখ।

সর্বশেষ খবর