রবিবার, ২২ মে, ২০১৬ ০০:০০ টা

দুই বছরের মধ্যেই আসাম-বাংলাদেশ সীমান্ত বন্ধ

-----------সোনোয়াল

কলকাতা প্রতিনিধি

অনুপ্রবেশ বন্ধে আগামী দুই বছরের মধ্যেই আসাম-বাংলাদেশ অরক্ষিত সীমান্ত সিল করে দেওয়া হবে বলে ঘোষণা দিলেন আসামের ভাবী মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। গতকাল নবনির্বাচিত এই বিজেপি বিধায়ক সংবাদ সংস্থা পিটিআইকে এক সাক্ষাত্কারে বলেন, ‘সীমান্ত বন্ধে     কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং দুই বছরের সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন। আমরাও সেই সময়ের মধ্যে জলসীমাসহ সীমান্ত বন্ধের লক্ষ্যে কাজ করব।’ সোনোয়াল আরও জানান, ‘ভারতের পাঞ্জার (ওয়াঘা)-পাকিস্তান (আত্তারি) সীমান্তে সেনাবাহিনীর যৌথ কুচকাওয়াজ বা জয়েন্ট রিট্রিট সেরিমনির মতো আসাম-বাংলাদেশ সীমান্তেও সেই রিট্রিট সেরিমনি চালুর চিন্তাভাবনা করা হচ্ছে। এ লক্ষ্যে ওই জায়গাটিকে পর্যটনস্থলে রূপান্তরিত করা হবে যাতে সেই অনুষ্ঠানের সাক্ষী থাকতে পারে। এতে অনুপ্রবেশ বন্ধ হবে। এর আগে বৃহস্পতিবার বিধানসভা নির্বাচনের ভোট গণনায় ১২৬ আসনের মধ্যে বিজেপি জোট ৮৬টিতে জয়ী হওয়ার পর সর্বানন্দ সোনোয়াল বলেছিলেন, ‘অনুপ্রবেশ বন্ধে আমাদের প্রথম কাজই হবে ভারত-বাংলাদেশ সীমান্ত সিল করে দেওয়া।’

সর্বশেষ খবর