রবিবার, ২২ মে, ২০১৬ ০০:০০ টা

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

ইংল্যান্ড ও বুলগেরিয়ায় চার দিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সফরসঙ্গীদের নিয়ে গতকাল সকাল সাড়ে ৬টায় ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। শুক্রবার রাতে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সোফিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশের পথে রওনা হন শেখ হাসিনা। বুলগেরিয়ায় গ্লোবাল উইমেন লিডারস ফোরামে অংশ নিতে গত রবিবার ঢাকা থেকে রওনা হন শেখ হাসিনা। লন্ডনে দুদিন অবস্থানের পর বুধবার তিনি বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় পৌঁছান।

এ সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১৮ মে সোফিয়া নগরীতে ন্যাশনাল আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত ‘গ্লোবাল উইমেন লিডার্স ফোরামে’র উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। তিনি এতে প্রধান অতিথি হিসেবে মূল বক্তৃতা করেন। সম্মেলনে দেওয়া বক্তব্যে সমাজ ও রাষ্ট্রের সব পর্যায়ে নারী-পুরুষের সমতা আনতে সব বাধা দূর করার অঙ্গীকারের কথা জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী। তিনি সফরকালে বুলগেরিয়ার প্রধানমন্ত্রী বোইকো বরিসভের সঙ্গে আনুষ্ঠানিক ও একান্ত বৈঠক করেন। এ ছাড়া প্রেসিডেন্সিয়াল প্রাসাদে বুলগেরিয়ার প্রেসিডেন্ট রোজেন প্লেভনেলিয়েভের সঙ্গে সাক্ষাত্ করেন। আনুষ্ঠানিক বৈঠকের পর ঢাকা ও সোফিয়া একটি কাঠামো চুক্তি এবং অর্থনীতি, ব্যবসা ও কূটনীতির ক্ষেত্রে তিনটি সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়। শেখ হাসিনা বুলগেরিয়ার ন্যাশনাল হিস্টরি মিউজিয়াম পরিদর্শন করেছেন। সোফিয়ায় বসবাসকারী প্রবাসী বাংলাদেশিরা হোটেলে তার সঙ্গে সাক্ষাত্ করেন। বুলগেরিয়ার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ১৫ সদস্যের একটি প্রতিনিধিদলও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত্ করেছে।

সর্বশেষ খবর