শনিবার, ২৫ জুন, ২০১৬ ০০:০০ টা
এসপির স্ত্রী খুন

ঘাতকরা গোয়েন্দা জালে

যে কোনো সময় গ্রেফতার : পুলিশ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ঘাতকরা গোয়েন্দা জালে

এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যারহস্য উন্মোচনের দ্বারপ্রান্তে চলে এসেছে পুলিশ। যে কোনো সময় আসতে পারে আলোচিত এ হত্যাকাণ্ডে অংশ নেওয়া খুনি ও পরিকল্পনাকারীদের গ্রেফতারের খবর। তারা এখন গোয়েন্দা জালে রয়েছেন। পুলিশ বলছে, যে কোনো সময় তাদের গ্রেফতার করা হবে। চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার ইকবাল বাহার বলেন, ‘মিতু হত্যা মামলার তদন্ত অনেক দূর এগিয়েছে। যে কোনো সময় মামলার অগ্রগতি নিয়ে সুসংবাদ আসতে পারে।’ তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এ হত্যাকাণ্ডে জড়িত থাকা নয়জনকে গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছে। তাদের যে কোনো সময় গ্রেফতার করা হবে। এ ছাড়া মিতু হত্যাকাণ্ডে ব্যবহার করা অস্ত্রও বৃহস্পতিবার রাতে নগরীর একটি ব্যবসায়িক এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তদন্তসংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, হত্যাকাণ্ডের পুরো পরিকল্পনা করেন একজন। বাস্তবায়নে ছিলেন নয় ভাড়াটে খুনি। তাদের মধ্যে চারজন সরাসরি কিলিং মিশনে অংশ নেন। বাকি চারজন ‘ব্যাকআপ’ টিম হিসেবে আশপাশে ছিলেন। মোবাইল নেটওয়ার্ক এবং অন্যন্য প্রযুক্তি ব্যবহার করে হত্যাকাণ্ডে তাদের জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হয়েছে পুলিশ। তবে কী কারণে মিতুকে হত্যা করা হয়েছে, সে ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি। হত্যার কারণ জানতেই মূলত পুলিশ গ্রেফতারে একটু সময় নিচ্ছে। প্রসঙ্গত, ৫ জুন নগরীর জিইসির মোড় এলাকায় ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে দুর্বৃত্তদের হাতে খুন হন এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর