শনিবার, ২৫ জুন, ২০১৬ ০০:০০ টা

বসুন্ধরায় নির্মাণাধীন দেশের সর্ববৃহৎ মসজিদে প্রথম জুমা

নিজস্ব প্রতিবেদক

বসুন্ধরায় নির্মাণাধীন দেশের সর্ববৃহৎ মসজিদে প্রথম জুমা

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এন-ব্লকে নির্মাণাধীন বাংলাদেশের বৃহত্তম মসজিদে গতকাল প্রথম জুমার নামাজ অনুষ্ঠিত হয়েছে। ফকিহুল মিল্লাত মুফতি আবদুর রহমান (রহ.) নামের এই জামে মসজিদে প্রথম জুমায় অংশ নেন প্রায় সাড়ে পাঁচশ মুসল্লি। জুমার নামাজে ইমামতি করেন মুফতি নূর মুহাম্মদ।

নির্মাণাধীন এ মসজিদে চলতি রমজানের প্রথম দিন থেকে খতমে তারাবি আদায় করা হচ্ছে। তারাবি নামাজ পড়াচ্ছেন হাফেজ মোজাম্মেলুল হক ও হাফেজ ওবায়দুল কাদের। এ ছাড়া পাঁচ ওয়াক্ত নামাজে ইমামতি করছেন মুফতি সফিউল্লাহ। গতকাল মসজিদটিতে জুমার নামাজ আদায় শুরু হলো। ১০ তলা বিশিষ্ট মসজিদটির প্রতি ফ্লোরে রয়েছে প্রায় ৫০ হাজার বর্গফুট জায়গা। নির্মাণকাজ শেষ হলে এ মসজিদে ৫০ হাজারেরও বেশি মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। মসজিদে থাকবে চারটি সিঁড়ি, একটি চলন্ত সিঁড়ি ও দুটি লিফট। তৈরি করা হবে ১২০ ফুট উঁচু মিনার। অত্যাধুনিক অজুখানা ও নানা ধরনের সুযোগ-সুবিধাসহ মসজিদে ব্যবহার করা হবে উন্নতমানের টাইলস। নির্মাণসংশ্লিষ্টরা জানান, এটি শুধু বাংলাদেশের সর্ববৃহৎ মসজিদই নয়, দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ মসজিদ। দেশের সর্ববৃহৎ এই মসজিদে প্রথম জুমার নামাজ আদায়ে দূর-দূরান্ত থেকে হাজির হন মুসল্লিরা। বসুন্ধরা ছাড়াও অন্য এলাকা থেকেও ছুটে আসেন মুসল্লি। কুড়িল চৌরাস্তা থেকে প্রায় ৬ কিলোমিটার পাড়ি দিয়ে এই মসজিদে নামাজ পড়তে আসেন জুয়েল নামে এক ব্যক্তি। তিনি বলেন, ‘বাংলাদেশের সবচেয়ে বড় মসজিদে প্রথম জুমা, এ সুযোগ তো আর পাওয়া যাবে না। বাইক আছে, রাস্তাও ভালো। তাই মোটরসাইকেলে টান দিয়ে চলে এলাম।’

সর্বশেষ খবর