শনিবার, ২৫ জুন, ২০১৬ ০০:০০ টা

সন্দেহে চোখ তুলে নেওয়া হলো দুই যুবকের

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের মুরারীদহ গ্রামে ছিনতাইকারী সন্দেহে স্থানীয় এলাকাবাসী মোহাম্মদ আলী খান (২৮) ও নুর ইসলাম (৩৫) নামের দুই যুবককে গণপিটুনি দিয়ে দুই চোখ উপড়ে দিয়েছে। নুর ইসলামের বাড়ি ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্টপুর গ্রামে। তার পিতার নাম মৃত আলী খান এবং মোহাম্মদ আলীর বাড়ি সদর থানার হারুকান্দি মহল্লায়। তার পিতার নাম সেকেন্দার আলী। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে। দুই যুবকের বিরুদ্ধে ফরিদপুর কোতোয়ালি ও সদরপুর থানায় ডাকাতি, ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। স্থানীয়রা জানান, রাত ১২টার দিকে ছিনতাইকারীর একটি দল মুরারীদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ছিনতাই করার জন্য প্রস্তুতি নিচ্ছে এমন খবর পেয়ে স্থানীয়রা ঘেরাও করে। এ সময় উত্তেজিত জনতা মোহাম্মদ আলী ও নুরুকে আটক করে। বিক্ষুব্দ জনতা তাদের গণধোলাই দিয়ে দুই চোখ উৎপাদন করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আশঙ্কাজনক অবস্থায় দুজনকে উদ্ধার করে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিমউদ্দিন আহমেদ জানান, গণপিটুনি ও চোখ উৎপাটন হওয়া দুই যুবককে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের গতকাল দুপুরে ঢাকায় রেফার্ড করা হয়েছে।

সর্বশেষ খবর