শনিবার, ২৫ জুন, ২০১৬ ০০:০০ টা

দেশের সব কারাগারে রেড অ্যালার্ট

নিজস্ব প্রতিবেদক

দেশের সব কারাগারে রেড অ্যালার্ট জারি করেছে কারা কর্তৃপক্ষ। গোয়েন্দা সংস্থার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার সন্ধ্যার দিকে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীন এ নির্দেশ দেন।

বিশেষ নির্দেশনায় বলা হয়েছে, কারাগারের চারপাশে কারারক্ষীদের সতর্ক অবস্থান ও টহল ব্যবস্থা জোরদার করতে হবে। প্রত্যেক দর্শনার্থী বিশেষ তল্লাশির পর কারাগারে বন্দীদের সঙ্গে দেখা করতে পারবেন। কারা ফটকের সামনে বহিরাগত কেউ ঘোরাফেরা করতে পারবে না। কারাগারের ভিতরে-বাইরে দায়িত্বরত ব্যক্তিরা কর্তব্যে অবহেলা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কারা সূত্র জানায়, সম্প্রতি আইজি প্রিজনকে হত্যার হুমকি, জঙ্গি অস্থিরতা এবং চলমান বিশেষ অভিযানের কারণে কারা সদর দফতর থেকে বিশেষ নিরাপত্তার জন্য দেশের সবকটি কারা প্রধানকে বার্তা পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করে কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দেশের ৬৮টি কারাগারেই এ নির্দেশ বলবৎ করা হয়েছে। রেড অ্যালার্ট জারি অবস্থায় কারাগারে থাকা বন্দীদের খাবার, কারাগারে আসা কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা করা হবে।

সর্বশেষ খবর