শনিবার, ১৩ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

হাতির নাম ‘বঙ্গ বাহাদুর’

জামালপুর প্রতিনিধি

হাতির নাম ‘বঙ্গ বাহাদুর’

জামালপুরের সরিষাবাড়িতে উদ্ধার হওয়া ভারতীয় হাতিটির চেতনা ফিরেছে। বনবিভাগের কর্মকর্তারা উদ্ধারকারী হাতিটির নাম রেখেছেন ‘বঙ্গ বাহাদুর’।

উদ্ধারকারী দলের সদস্য ভেটেরিনারি সার্জন ডা. সাঈদ হোসেন জানান, বৃহস্পতিবার রাত ১২টা ৫০ মিনিটে হাতিটির চেতনা ফিরে পেয়ে স্বাভাবিক হয়। হাতিটির পেছনের পায়ে শেকল ও সামনের পায়ে দড়ি বেঁধে বড় একটি আমগাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। চেতনা ফিরে পাওয়ার পর থেকে হাতিটি বেশ অস্থির হয়ে উঠেছে। পেছনের পায়ের শেকল ছিঁড়তে না পারলেও সামনের পায়ের দড়ি ছিঁড়ে বার বার সে শেকল বাঁধা অবস্থায় কাছের একটি জলাশয়ে নেমে পড়ছিল। পরে শেকল টেনে তাকে ফের ডাঙ্গায় তোলা হয়। হাতিটি এখনো সেখানে আছে। দীর্ঘদিন পানিতে থাকায় হাতিটির শরীরের বিভিন্ন জায়গায় ঘায়ের মতো হয়েছে। বৃহস্পতিবার হাতিটি উদ্ধারের পর থেকে তার শরীরে ১২টি স্যালাইন পুশ করা হয়। এ ছাড়া ঘায়ের চিকিৎসাও চলছে বলে জানিয়েছেন বন কর্মকর্তারা। এদিকে বাংলাদেশের উদ্ধারকারী দলের প্রধান নেচার কনজারভেটিভ সোসাইটির প্রধান নির্বাহী কর্মকর্তা ডক্টর তপন কুমার দে জানিয়েছেন তারা হাতিটির নাম রেখেছেন ‘বঙ্গ বাহাদুর’। তিনি জানান, হাতিটিকে বঙ্গবন্ধু সাফারি পার্কে নেওয়া হবে। তবে এটি স্থানান্তরে ৫ থেকে ৭ দিন সময় লাগতে পারে। সাফারি পার্ক থেকে দুটি পোষা হাতি এনে তাদের সহায়তায় বন্য হাতিটিকে বশে আনার চেষ্টা করা হবে।  অন্য হাতির সঙ্গ পেলে তার বন্য আচরণে পরিবর্তন আসবে বলে আশা করছেন এই কর্মকর্তা। তিনি জানান, কিছুটা বশে এলে অন্য হাতির সহায়তায় সুবিধাজনক স্থানে নিয়ে সেখান থেকে ফ্রকলিফটের মাধ্যমে বড় ট্রাকে করে হাতিটিকে স্থানান্তর করা হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর