শনিবার, ১৩ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

মাগুরায় আওয়ামী লীগের সংঘর্ষ, ভাঙচুর গুলি আহত ১০

মাগুরা প্রতিনিধি

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাগুরা সদর উপজেলার কালিশংকরপুর শ্রীফলতলা গ্রামে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। এ সময় ১০টি বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর, লুটপাটের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বেশ কয়েক রাউন্ড ফাকা গুলি ছুঁড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগ নেতা নাজিম উদ্দিন ও আরজ আলীর মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরে বৃহস্পতিবার রাত ৮টার দিকে কালিশংকরপুর শ্রীফলতলা বাজারে তুচ্ছ ঘটনায় উভয় পক্ষের সমর্থকদের মধ্যে তর্কবিতর্কের এক পর্যায়ে সংঘর্ষ বাধে। এ সময় ১০টি বাড়ি, দুটি দোকানঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত হন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে। গুরুতর জখম অবস্থায় হাফিজার (৩৫), শহিদুল ইসলাম (৩৯), মশিউর রহমান (৪১), মুক্তার বিশ্বাস (৪০) ও ইউসুফ মোল্লাকে (৩০) মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক।

সর্বশেষ খবর